Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ট্রেলিয়ার দাপট থামাতে পারে একমাত্র ভারত : ভন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৯, ৮:০৬ পিএম

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার দাপট চলছে। গাবায় প্রথম টেস্টে পাকিস্তানকে হারানোর পরে অ্যাডিলেডেও অজিদের দৌরাত্ম্য অব্যাহত। ডেভিড ওয়ার্নারদের এই দাপট দেখার পরে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন মনে করছেন, স্যর ডনের দেশে এই অজি দলের বিরুদ্ধে লড়তে পারে একমাত্র ভারতই।
পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জেতার পরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১৭৬ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া দু’ নম্বরে। ৩৬০ পয়েন্ট নিয়ে ভারত এখন এক নম্বরে। পাকিস্তানকে হারানোর পরে ভন টুইট করেছেন, ‘এই কন্ডিশনে অস্ট্রেলিয়াকে হারাতে পারে একমাত্র ভারত।’
তার মতে, অজিদের হারানোর ক্ষমতা রয়েছে ভারতের। ভনের এই মন্তব্যের উত্তরে এক ভক্ত লিখেছেন, ‘খুবই কঠিন সিরিজ হতে চলেছে গ্রীষ্মে। বছরের সেরা সিরিজ বললেও অত্যুক্তি হবে না।’ আর এক ক্রিকেট ভক্ত লিখেছেন, ‘ভারতের যা শক্তি তাতে খুব সহজেই সিরিজ জিতে নিতে পারে।’
পাকিস্তানের পরে অস্ট্রেলিয়ায় তিন টেস্টের সিরিজ খেলতে আসছে নিউজিল্যান্ড। নতুন বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ায় যাচ্ছে ভারত। সেই সিরিজের দিকেই তাকিয়ে সবাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ