Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশের লজ্জা কাঁধে নিল পাকিস্তান!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৯, ৬:৪০ পিএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্ট সিরিজে ইনিংস ব্যবধানে হেরেছে পাকিস্তান। ব্রিসবেন এবং অ্যাডিলেড টেস্টে ইনিংস ব্যবধানে পরাজিত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের লজ্জার রেকর্ড ভেঙে বিশ্ব রেকর্ড গড়েছে পাকিস্তান।
১৯৯৯ সাল থেকে এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে জয়ের দেখা পায়নি পাকিস্তান। অস্ট্রেলিয়ার মাঠে টানা ১৪টি টেস্ট হারের রেকর্ড গড়েছে তারা। এতদিন এই লজ্জার বিশ্ব রেকর্ডটি বাংলাদেশের দখলে ছিল। ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত ঘরের মাঠে টানা ১৩টি টেস্ট হারে টাইগাররা।
অস্ট্রেলিয়ার মাঠে বরাবরই অসহায় পাকিস্তান। এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার মাঠে ৩৭টি টেস্ট খেলে ২৬টি পরাজিত পাকিস্তান। জয় পেয়েছে মাত্র ৪টিতে। অস্ট্রেলিয়া সফরে ব্রিসবেনে ইনিংস ও ৫ রানের ব্যবধানে হেরে যায় পাকিস্তান। সিরিজের শেষ টেস্টে অ্যাডিলেডে ইনিংস ও ৪৮ রানে পরাজিত সফরকারীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ