Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানের ব্যাটিং সামর্থ্য নিয়ে শোয়েবের টুইট

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৯, ৪:৩৮ পিএম

সিরিজের দ্বিতীয় টেস্টে অ্যাডিলেড ওভারে পাকিস্তানকে আবারও ইনিংস হারের লজ্জা দিল অস্ট্রেলিয়া। এতে দুই ম্যাচ সিরিজ ২-০তে জিতল স্বাগতিকরা। ৩৩৫ রানের অপরাজিত ইনিংসের কারণে ম্যাচ সেরা হন ডেভিড ওয়ার্নার। সিরিজের প্রথম ম্যাচেও ১৫৪ রানের ইনিংস খেলেন। দুই টেস্টে ৪৮৯ রান করে সিরিজ সেরার পুরস্কারও জেতেন অজি ওপেনার।
পাকিস্তানের ভয়াবহ এ পরাজয়ের টেস্টে ব্যাট হাতে দারুণ ভূমিকা রাখেন বোলার ইয়াসির শাহ। প্রথম ইনিংসের পর ইয়াসির শাহর প্রশংসায় মুখর সবাই। তবে সাবেক স্পিড স্টার শোয়েব আখতার ইয়াসিরের প্রশংসার সাথে সাথে ধুয়ে দিয়েছেন দলের অন্যদের।
টুইটারে শোয়েব অন্যদের ব্যাটিং সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। শোয়েব লিখেছেন, দারুণ কিছু করে দেখিয়েছেন ইয়াসির। অস্ট্রেলিয়ায় ৮ নম্বরে ব্যাট করতে নেমে সেঞ্চুরি করে সে অন্য ব্যাটসম্যানদের দেখাল কীভাবে করতে হয়। যথারীতি আরও একটি ভালো ইনিংস খেলেছেন বাবর আজম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ