Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গেইল ও হ্যামন্ডের রেকর্ডে রুটের হানা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৯, ৩:৩১ পিএম

২০১৯ সাল সময়টা বেশ খারাপ যাচ্ছিল জো রুটের। ৯ টেস্টে মাত্র ৫৩৩ রান করায় নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠে। এ পরিস্থিতিতেই হ্যামিল্টন টেস্টের তৃতীয় দিনে সেঞ্চুরি তুলে নেন ইংলিশ ব্যাটসম্যান। সময়ের হিসেবে ৯ মাস ২২ দিন পর রুট পেলেন টেস্ট সেঞ্চুরি। ম্যাচের চতুর্থ দিন ১১৪ রান নিয়ে ব্যাট করতে নামেন ইংলিশ অধিনায়ক। মিচেল স্যান্টনারের বলে আউট হওয়ার আগে করেছেন ২২৬ রান। খেলেছেন ৪৪১ বল। টেস্ট ক্যারিয়ারে বলের হিসাবে এটা তার দীর্ঘতম ইনিংস।
নিউজিল্যান্ডের মাটিতে কোনো প্রতিপক্ষ অধিনায়কের এটাই প্রথম ডাবল সেঞ্চুরি। নিউজিল্যান্ডের মাটিতে এর আগে প্রতিপক্ষ অধিনায়কের সেরা ইনিংস ছিল ক্রিস গেইলের। ২০০৮ সালে নেপিয়ারে ১৯৭ রানেই থামেন তিনি। এ ছাড়া আরও বেশ কয়েকটি রেকর্ড গড়েন রুট।
এর আগে বিদেশের মাটিতে রুটের সর্বোচ্চ ইনিংস ছিল ১৮২ রান। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ স্কোর গড়েন তিনি। এবার ২২৬ রান করে ছাড়িয়ে গেলেন নিজেকে। পাশাপাশি ডাবল সেঞ্চুরি করে ইংলিশ কিংবদন্তি ওয়ালি হ্যামন্ডকে টপকে ইংল্যান্ডের হয়ে রানের তালিকায় সেরা দশে প্রবেশ করলেন রুট।



 

Show all comments
  • রাজ্জাক ২ ডিসেম্বর, ২০১৯, ৫:৪২ পিএম says : 0
    fine
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ