নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
মাত্র ৫ বলে ম্যাচ জিতে বিস্ময়কর ঘটনার জন্ম দিল নেপাল নারী ক্রিকেট দল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন নেপালের নারীরা।
দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া আসর এসএ গেমসের (সাউথ এশিয়ান গেমস) ত্রয়োদশ আসরে মেয়েদের ক্রিকেটের প্রথম ম্যাচে ব্যাট করতে নেমে মালদ্বীপ নারী ক্রিকেট দল ১০.১ ওভারে মাত্র ১৬ রানে সবকটি উইকেট হারায়।
জবাব দিতে নেমে কেবল ৫ বল মোকাবিলা করে ১০ উইকেট হাতে রেখে জয় পায় নেপালের নারীরা। যা টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বলে জয়ের রেকর্ড।
একই ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো রান না দিয়ে ৬ উইকেট নিয়ে নতুন আরেকটি বিশ্বরেকর্ড গড়েছেন নেপালের প্রমীলা ক্রিকেট দলের বোলার অঞ্জলি চাঁদ। সব মিলিয়ে ২.১ ওভার বোলিং করে কোনো রান না দিয়ে ৬ উইকেট নেন ২৪ বছর বয়সী এই বাঁহাতি পেসার।
সংক্ষিপ্ত স্কোর :
মালদ্বীপ নারী ক্রিকেট দল: ১৬/১০ (১০.১ ওভার)
নেপাল নারী ক্রিকেট দল: ১৭/০ (০.৫ ওভার)
ফল : নেপাল নারীরা জয়ী ১০ উইকেটে (১৯.১ ওভার হাতে রেখে)
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।