বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীতে ১৫ জনের একটি সংঘবদ্ধ মোবাইল ছিনতাইকারী দলকে গ্রেফতার করেছে পুলিশ। কোতোয়ালী থানা পুলিশের হাতে গ্রেফতারের পর তারা জানিয়েছে নগরীর স্টেশন রোডের কতিপয় মোবাইল ফোনের দোকানদারের আশ্রয়ে থেকে তারা ছিনতাই করতো।
ছিনতাইকৃত মোবাইল ফোনে ওইসব দোকানদারেরা কিনে নিতেন। রোববার রাতে নগরীর পুরাতন রেলস্টেশনসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন রাব্বি আল আহম্মদ (২০), মো. মামুন (২৯), মো. সোহাগ (২৬), জয় বড়ুয়া ওরফে আব্দুল (১৮), মো. আজিম ওরফে আজম (২২), দেলোয়ার হোসেন ওরফে দেলু (৩৭), মো. মামুন (১৮), মো. আল আমিন শেখ (২১), মো. রুবেল (৩০), মো. বশির (২৫), মো. মিন্টু (৩০), মো. শাহাদাত হোসেন বাবু (২৮), জয়নাল আবেদীন (১৯), মো. জহির (২৮) ও লেদু ওরফে আলাউদ্দিন ওরফে হাসান (৩০)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, এরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে চুরি-ছিনতাই করে। একেকটি দলে ৩-৪ জন করে থাকে। এরা জনাকীর্ণ স্থান যেমন- রেলস্টেশন, বাস স্টপেজ, গণপরিবহন যেখানে থামিয়ে যাত্রী তোলা হয় সেখানে থাকে আর সুযোগ বুঝে ছিনতাই করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।