Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যাডমিন্টনের মহিলা দলগতে ভরাডুবি!

স্পোর্টস রিপোর্টার, পোখরা (নেপাল) থেকে : | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৯, ১২:২০ এএম

নেপাল সাউথ এশিয়ান (এসএ) গেমসের আগে বাংলাদেশ দলের ব্যাডমিন্টন ক্যাম্পে যতটা না খেলা ছিল তারচেয়ে বেশি কোচ, খেলোয়াড় ও কর্মকর্তাদের মাঝে কাঁদা ছোড়াছুড়ি। তার প্রভাব পড়ল কোর্টেও। গতকাল এসএ গেমস ব্যাডমিন্টনের মহিলা দলগতের খেলায় লাল-সবুজদের ভরাডুবিই হয়েছে। এদিন হতাশ করেছেন দেশসেরা শাটলার শাপলা আক্তার, এলিনা সুলতানা ও বৃষ্টি খাতুন। কাল পোখরায় শুরু হওয়া ব্যাডমিন্টনের মহিলা দলগতে স্বাগতিক নেপালী শাটলারদের কাছে শোচনীয় হার মেনে নিয়েছেন তারা।

পোখরার কাভার্ড হলে অনুষ্ঠিত খেলায় নেপালের নাগাশাল তামাং ২১-১৮, ২১-১৫ ও ২১-১৭ পয়েন্টে হারিয়েছেন শাপলাকে। এলিনা সরাসরি ২৮-২৬ ও ২১-১৯ পয়েন্টে হেরে যান রাশিলার কাছে। আর স্বাগতিক জেসিকা গুরুং ২১-১৭ ও ২২-২০ পয়েন্টে হারিয়েছেন বৃষ্টি খাতুনকে। গেমসের আগের আসরে বাংলাদেশ ব্রোঞ্জপদক জিতেছিল দলগত ইভেন্ট থেকেই। প্রত্যািিশত সেই দলগত ইভেন্টেই সবার আগে ভরাডুবি!
সাধারণত তিনটি একক ও দুটি ডাবলসে হয় দলগত ইভেন্ট। পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে হেরে যাওয়ায় খেলাগুলি আর খেলতে হয়নি। তবে ইন্ডিভিজুয়াল ইভেন্টে মহিলা দ্বৈতের খেলা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ