নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপ-২০২০ এর ড্র অনুষ্ঠিত হয়ে গেছে। এই আসরের ‘গ্রুপ অব ডেথ’- এ পড়েছে শিরোপাপ্রত্যাশী তিন দল। ‘এফ’ গ্রুপে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালের সঙ্গে আছে আসরের রানার্সআপ ও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স এবং ইউরোর তিনবারের শিরোপাজয়ী জার্মানি। রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পরশু রাতে প্রতিযোগিতাটির ড্র অনুষ্ঠিত হয়। ‘এফ’ গ্রুপের আরেক দল এখনও নির্ধারিত হয়নি। তিন পরাশক্তির সঙ্গী হবে প্লে-অফের ‘এ’ অথবা ‘ডি’ পথ পেরিয়ে আসা একটি দল।
পর্তুগাল ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন। ২০১৬ সালের আসরে শিরোপা জিতেছিল তারা। এর আগে-পরের দুটি বিশ্বকাপের শিরোপা জিতেছিল যথাক্রমে জার্মানি (২০১৪ সাল) ও ফ্রান্স (২০১৮ সাল)। ‘এফ’ গ্রুপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে হাঙ্গেরির বুদাপেস্ট ও জার্মানির মিউনিখে।
তিন চ্যাম্পিয়নের একই গ্রুপে পড়াকে ‘গ্রুপ অব ডেথ’ বলতে আপত্তি নেই ফরাসি কোচ দিদিয়ের দেশম ও জার্মান কোচ জোয়াকিম লোর। মৃত্যুক‚পে পড়ায় দেশম কঠিন চ্যালেঞ্জ দেখলেও লো অবশ্য বেশ খুশিই হয়েছেন! ফ্রান্সের কোচ দেশম গ্রæপ পর্বের কঠিন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন, ‘এটা একটা কঠিন গ্রæপ। আমি মনে করি, জোয়াকিম লো ও পর্তুগালের কোচও (ফার্নান্দো সান্তোস) একই কথা ভাবছে। এটা সবচেয়ে কঠিন গ্রæপ। আর আমাদের তা মেনে নিতে হবে। আমরা জানি না যে আমাদের তৃতীয় প্রতিপক্ষ কারা। কিন্তু অন্য দুই দলের (জার্মানি-পর্তুগাল) সক্ষমতা সম্পর্কে আমাদের জানা আছে। তাই আমাদের প্রস্তুতি নিতে হবে এবং প্রথম ম্যাচের জন্য তৈরি থাকতে হবে।’
দেশমের সঙ্গে জার্মানির কোচ লো একমত হলেও মৃত্যুক‚পে পড়েও বিস্ময়করভাবে আনন্দিত তিনি, ‘আমি প্রথমেই বলতে চাই যে আমি খুশি। ফ্রান্স ও পর্তুগালের বিপক্ষে আমাদের ম্যাচ দুটি আসরের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচগুলোর মধ্যে অন্যতম। কারণ আমরা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ও বর্তমান ইউরো চ্যাম্পিয়নদের মোকাবিলা করব।’ মাঠে তীব্র প্রতিদ্ব›িদ্বতার পাশাপাশি খেলা চলাকালীন মাঠের বাইরে উৎসবের আবহ থাকবে বলেও মনে করছেন জার্মান কোচ, ‘আমি মনে করি, এই ম্যাচগুলো হবে ফুটবল উৎসবের মতো। আর আমরা নিজেদের মাটিতেও খেলব। সেসবের অপেক্ষায় আছি।’
২৪টি দলের অংশগ্রহণে ইউরোর আগামী আসরের পর্দা উঠবে আগামী বছরের ১২ জুন। উদ্বোধনী ম্যাচে রোমে স্বাগতিক ইতালি মুখোমুখি হবে তুরস্কের। ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনাল দিয়ে আসরের পর্দা নামবে ১২ জুলাই। এবার ১২টি দেশের ১২টি শহরে আয়োজিত হবে প্রতিযোগিতা।
গত মাসে শেষ হয়েছে ইউরোর বাছাইপর্ব। ২০টি দল তাদের জায়গা নিশ্চিত করেছে। আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হবে প্লে-অফ। বাকি চারটি দলের নাম তখন জানা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।