Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিসিবিকে বিদায় বললেন সায়মন হেলমটের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৯, ৯:৩০ পিএম

বাংলাদেশের সাথে সম্পর্ক শেষ হয়ে গেল হাই পারফরম্যান্স (এইচপি) দলের কোচ সায়মন হেলমটের। পারিবারিক সমস্যার কারণে চাকরি ছেড়ে দিলেন এই অস্ট্রেলিয়ান কোচ। ২০১৬ সালের জুনে বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের সাথে যুক্ত হন হেলমট। কাজ করেছেন বাংলাদেশের বয়সভিত্তিক ও ‘এ’ দলের সাথেও। হাই পারফরম্যান্স কোচ হিসেবে এসএ গেমসের দলের সাথেও তার যাওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত পারিবারিক সমস্যাকে গুরুত্ব দিয়ে বিদায় বললেন তিনি। 
আজ রোববার এসএ গেমসের বাংলাদেশ দল দেশ ছাড়ার আগের দিনই হেলমট পদত্যাগপত্র জমা দেন বিসিবিতে। পদত্যাগ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান, ‘আরও কিছুদিন এখানে থাকার ইচ্ছে ছিল আমার। তবে পারিবারিক কারণে আপাতত আমাকে বিদায় বলতে হচ্ছে।’
ভবিষ্যতে সুযোগ পেলে আবারও আসতে চান উল্লেখ করে আফিফ, বিপ্লবদের কারিগর আরও যোগ করেন, ‘ভবিষ্যতে আবারও কখনো সুযোগ দিলে আমি অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের সাথে কাজ করব। এইচপি ও ‘এ’ দলের সাথে আমি বেশ দুর্দান্ত সময় কাটিয়েছি। কিছু খেলোয়াড়কে জাতীয় পর্যায়ে নিতে পেরেছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ