Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরান ইন্টারন্যাশনাল টিভির সঙ্গে যুক্তদের আটক করেছে ইরান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম

সউদী অর্থায়নে লন্ডন থেকে ফার্সি ভাষায় প্রচারিত একটি টিভি চ্যানেলের সঙ্গে জড়িত কিছু ব্যক্তিকে ইরান থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ‘ইরান ইন্টারন্যাশনাল’ নামের চ্যানেলটি থেকে উসকানি পেয়ে নাশকতাম‚লক তৎপরতা চালানোর সময় এসব ব্যক্তিকে আটক করা হয়। বিবৃতিতে বলা হয়, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে যখন সাধারণ মানুষ শান্তিপ‚র্ণ বিক্ষোভ করছিল তখন বিবিসি ফার্সি-র মতো ইরান ইন্টারন্যাশনাল চ্যানেলও দেশব্যাপী জ্বালাও-পোড়াও করতে দুষ্কৃতকারীদের মারাত্মক উসকানি দেয়। চ্যানেলটি অনর্থক সামান্য ঘটনাকে বড় করে তুলে ধরে। তারা দুর্বৃত্তদের বেপরোয়া করে তোলে এবং তাদেরকে আরও বড় ধরনের নাশকতাম‚লক তৎপরতা চালাতে উসকানি দেয়। সউদী আরবের বিশাল বাজেট নিয়ে প্রতিষ্ঠিত চ্যানেলটির কর্মকান্ডকে ইরানের শত্রুদেরকে সহযোগিতার শামিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, এই চ্যানেলে কর্মরত ব্যক্তি ও তাদের ঘনিষ্ঠজনদের সব সম্পদ বাজেয়াপ্তের পাশাপাশি তাদের সবার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। পার্স টুডে, আনাদোলু, আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ