মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আর্কটিকে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র কিঞ্জালের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। দুটি সামরিক স‚ত্রকে উদ্ধৃত রুশ বার্তা সংস্থা টাস জানিয়েছে, আর্কটিকের রাশিয়া অংশে নভেম্বরের শুরুতে এই পরীক্ষা চালানো হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এখবর জানা গেছে। উত্তরমেরুতে ভ‚-রাজনৈতিক প্রতিদ্ব›িদ্বতা বৃদ্ধির বিষয়ে ডেনমার্কের গোয়েন্দা সংস্থার সতর্কতার একদিন পর রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর প্রকাশিত হলো। ডেনিশ গোয়েন্দা সংস্থা বলেছে, চীনের সেনাবাহিনী আর্কটিকে বৈজ্ঞানিক গবেষণা বাড়িয়েছে। কিঞ্জাল হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে তাস’র খবরে বলা হয়েছে, মধ্য নভেম্বরে এই পরীক্ষা চালানো হয়। মিগ-৩১ কে ইন্টারসেপ্টর বিমানে করে ওলেনগর্স্ক বিমান ঘাঁটি থেকে এসব ক্ষেপণাস্ত্র নেওয়া হয়। আর্কটিকের রাশিয়া অংশের কিমি এলাকায় পেম্বই প্রশিক্ষণ ঘাঁটিতে একটি ভ‚মিকে লক্ষ্য করে ছোড়া হয় এই ক্ষেপণাস্ত্র। রুশ বার্তা সংস্থার খবরে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। অপরদিকে, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে-কে অদ‚র ভবিষ্যতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেখানোর হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। এর আগে বৃহস্পতিবার দুইটি স্বল্প পাল্লার মিসাইল পরীক্ষা করে পিয়ংইয়ং। চতুর্থ দফায় নতুন ‘সুপার লার্জ মাল্টিপল রকেট লঞ্চার’-এর পরীক্ষাম‚লক বিস্ফোরণের অংশ হিসেবে এ পরীক্ষা করা হয়। পিয়ংইয়ং-এর দাবি, এ দফার পরীক্ষা নিয়ে উত্তর কোরিয়া নেতা কিম জন উং খুবই উৎফুল্ল। বৃহস্পতিবার পিয়ংইয়ং-এর এই মিসাইল পরীক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। উত্তর কোরিয়ার এমন কর্মস‚চিকে জাপান ও আন্তর্জাতিক স¤প্রদায়ের জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করেন তিনি। মিত্রদের নিয়ে টোকিও পরিস্থিতি পর্যালোচনা করছে বলেও জানান তিনি। জাপানি প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পরই পিয়ংইয়ং-এর পক্ষ থেকে পাল্টা আক্রমণাত্মক প্রতিক্রিয়া এলো। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-এর প্রতিবেদনে শিনজো আবে-কে দুনিয়ার সবচেয়ে নির্বোধ ব্যক্তি হিসেবে আখ্যায়িত করা হয়। রয়টার্স, আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।