Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধূলো ঝড়ে উবে যাচ্ছে মঙ্গলের পানি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম

বিজ্ঞানীরা আগেও দাবি করে ছিলেন যে মঙ্গলগ্রহে পানির অস্তিত্ব রয়েছে। মঙ্গলে পাঠানো রোভারগুলি থেকে পাঠানো ছবি থেকে বিজ্ঞানীদের ধারণা হয়ে ছিল গ্রহটিতে সমুদ্র ছিল এবং সেগুলি শুকিয়ে গিয়েছে। কিন্তু কিভাবে শুকিয়ে গিয়ে ছিল সমু্দ্েরর পানি, তা নিয়ে বিস্তর গবেষণা চালিয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। মঙ্গলের পানি কিভাবে গায়েব হল স¤প্রতি তারই ব্যাখ্যা পাওয়া গিয়েছে। বিজ্ঞানীদের ধারণা, কয়েকশো কোটি বছর আগে ভয়ঙ্কর ধুলো ঝড়ে গত বছর উত্তাল হয়ে উঠে ছিল এই লালগ্রহ। তাতেই গ্রহের পানি মহাকাশে উধাও হয়ে যায়। ভার্জিনিয়ার হ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ও গবেষক নিকোলাস হিভেনস দাবি করেছেন, প্রতি বছরই ধুলোর মেধেঘর স্তম্ভ তৈরি হয়ে লালগ্রহের বিভিন্ন প্রান্তে। ঘন হতে হতে এক থেকে দেড় দিনের মধ্যে ধারণ ক্ষমতা খুইয়ে ফেলায় এগুলি ভেঙে পড়ে। কিন্তু গত বছর এগুলি তিন থেকে সাড়ে তিন সপ্তাহগুলি টিকে ছিল। তাই গোটাই গ্রহই এই স্তম্ভগুলিতে ঢেকে গিয়ে ছিল। এর পর গ্রহ জুড়ে ভয়ঙ্কর ধুলোর ঝড় শুরু হয়। গ্রহটির পিঠ থেকে প্রায় ৫০ মাইল গতিবেগে উড়ে গিয়ে ছিল এই ঝড়। মেঘের স্তম্ভগুলি ভাঙতে থাকায় গ্রহের পিঠ থেকেল ৩৫ মাইল উপরে ধুলোর পুরু আস্তরণ তৈরি করে ছিল। মেঘগুলির মধ্যে ছিল প্রচুর জলীয় বাস্পের কণা। মেঘগুলি যতো উপরে উঠেছে, স‚র্যের আলো আর মহাজাগতিক রশ্মিসহ নানা ধরনের তেজস্ক্রিয় বিকিরণ মেঘের ভিতরে থাকা জলীয় বাষ্পের কণাগুলিকে ততো বেশি করে ভেঙে দেয়। তাই মঙ্গল থেকে পানি কণাগুলি উবে গেছে। পুবেরকলম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ