মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পশু চিকিৎসক এক তরুণীকে গণধর্ষণের পর পুড়িয়ে হত্যার দায়ে গ্রেফতারকৃত ধর্ষকদের জনতার হাতে তুলে দেয়ার দাবিতে বিক্ষোভ করছেন ভারতের তেলেঙ্গানা প্রদেশের হাজার হাজার মানুষ। শনিবার প্রদেশের রাজধানী হায়দরাবাদ থেকে প্রায় ৫০ কিলোমিটার দ‚রে শাদনগর থানা ঘেরাও করে বিক্ষোভ করেন তারা। এর আগে, গত বুধবার রাতে কর্মস্থল থেকে ফেরার পথে তেলেঙ্গানার ওই তরুণী চিকিৎসককে চার ট্রাক চালক ও ক্লিনার কৌশলে নিজেদের ফাঁদে ফেলে গণধর্ষণ করে। পর দিন সকালে ওই তরুণীর আগুনে পুড়ে যাওয়া লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকে ক্ষোভে ফুঁসছে তেলেঙ্গানা; প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠেছে দেশটির অন্যান্য প্রান্তেও। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, শনিবার সকালের দিকে শাদনগর থানা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বিক্ষোভকারীরা। গ্রেফতারকৃত চার ধর্ষককে জনতার হাতে তুলে দেয়ার দাবিতে থানা ঘেরাও করে স্বতঃস্ফুর্ত বিক্ষোভ দেখাচ্ছেন তারা। হায়দরাবাদ পুলিশ বলছে, ওই তরুণীর লাশ পুড়ে অঙ্গার হয়ে যাওয়ায় মেডিক্যাল আলামত সংগ্রহ করা জটিল হয়ে পড়েছে। তবে লাশ থেকে তারা ধর্ষণের আলামত সংগ্রহ করতে কাজ করছেন। ইতোমধ্যে রোমহর্ষক এই ধর্ষণের ঘটনার সঙ্গে অভিযুক্ত সন্দেহে চারজনকে গ্রেফতারের পর ১৪ দিনের রিমান্ডে নিয়েছে হায়দরাবাদ পুলিশ। বিক্ষোভকারী ও স্থানীয় রাজনীতিকদের দাবির মুখে দেশটির দ্রæত বিচার আইনে তাদের বিচার হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। পুলিশ বলছে, পশু চিকিৎসক ওই তরুণীকে বুধবার রাতে অপহরণের শিকার হয়। হায়দরাবাদের একটি টোল বুথের পাশে তার স্কুটার রেখে সহকর্মী এক চিকিৎসকের সঙ্গে দেখা করতে যান তিনি। সেখান থেকে ফিরে নিজের স্কুটারটির চাকা পাংকার দেখতে
পান। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।