Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্রিটেনে লেবার-বিরোধী প্রচারণা বিজেপির

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম

ভারতের হিন্দুত্ববাদী ক্ষমতাসীন দল বিজেপি’র বৈদেশিক শাখা (ওএফবিজেপি) ব্রিটেনের আসন্ন নির্বাচনে প্রকাশ্যেই সমর্থন দিয়েছে কনজারভেটিভ দলকে। শুধু তা-ই নয়, মন্দিরে উপস্থিত হয়ে লেবার পার্টির বিরুদ্ধে প্রচারণা চালানো হচ্ছে। ব্রিটেনে বসবাসরত ভারতীয় বংশোদ্ভ‚ত নাগরিকদের বলা হচ্ছে, কাশ্মীরিদের পক্ষে বক্তব্য দেওয়ায় লেবার পার্টিকে যেন কেউ ভোট না দেয়! এসব প্রচারণার ক্ষেত্র হয়ে উঠছে বিভিন্ন সামাজিক সংগঠন ও মন্দিরের মতো ধর্মীয় স্থান। যদিও মন্দির, মসজিদ, চার্চ ও দাতব্য সংস্থাকে রাজনৈতিক কাজে ব্যবহার না করার স্পষ্ট নির্দেশনা আছে ব্রিটিশ আইনে। এ খবর দিয়েছে বিজনেস রেকর্ডার। খবরে বলা হয়, ওএফবিজেপি ইউকে-এর সভাপতি কুলদিপ সিং দাবি করেছেন, বৃটিশ ভারতীয় ভোটারদের কারণে অন্তত ৪০টি আসনের মোড় ঘুরে যেতে পারে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ১২ই ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে ব্রিটিশ ভারতীয়দের ভোটই পার্থক্য গড়ে দেবে এসব আসনে। কুলদিপ সিং বলেন, অন্তত ছয় জন ভারতীয় বংশোদ্ভ‚ত লেবার প্রার্থীকে হারানোর লক্ষ্য তাদের। তিনি আরও বলেন, তিনটি কারণে কনজারভেটিভ দলকে সমর্থন দিচ্ছে তার সংগঠন। প্রথমত, ১৫ই আগস্ট ও ৩রা সেপ্টেম্বর ইন্ডিয়া হাউজের বাইরে প্রতিবাদে যুক্ত হয়েছিলেন কিছু লেবার এমপি। দ্বিতীয়ত, কাশ্মীর ইস্যুতে বৃটিশ পার্লামেন্টে কোনো লেবার এমপিই ভারতের পক্ষে বলেননি। তৃতীয়ত, কাশ্মীর নিয়ে লেবার পার্টির দলীয় সম্মেলনে প্রস্তাব পাস করা হয়েছে। ওএফবিজেপি প্রধান আরও বলেন, কাশ্মীর হলো ভারতের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে লেবার পার্টি কেন আলোচনা করবে? আমরা শুধু সেই এমপিদেরই সমর্থন দেব যারা আমাদের সমর্থন দেবে। বিজনেস রেকর্ডার, টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ