Inqilab Logo

শুক্রবার, ৩১ মে ২০২৪, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মেক্সিকো-সাউথ ডাকোটায় নিহত ২৩

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটা অঙ্গরাজ্যে ১২ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ নয় আরোহীর মৃত্যু হয়েছে। বেঁচে যাওয়া তিন আরোহীকে চিকিৎসার জন্য সিউ ফলস শহরে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার আইডাহো ফলস রিজিওনাল এয়ারপোর্টের উদ্দেশে উড্ডয়নের কিছু সময়ের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়। কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমধ্যম সিএনএন। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে বলে জানিয়েছেন ব্রুল বাফেলো কাউন্টির স্টেট অ্যাটর্নি টেরিজা মুল রসো। ফেডারেল বিমান চলাচল প্রশাসন (এফএএ)-এর মুখপাত্র লিন লাসনফোর্ড জানান, স্থানীয় সময় শনিবার দুপুরের কিছু আগে তুষারঝড়ের মধ্যে প্লাটিস পিসি-১২ বিমানটি বিধ্বস্ত হয়। অপরদিকে,মেক্সিকোতে মাদক পাচারকারী চক্রের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০ জন পাচারকারী চক্রের সন্দেহভাজন সদস্য। বাকি চারজন পুলিশ সদস্য। শনিবার মেক্সিকোÐযুক্তরাষ্ট্র সীমান্তের কাছাকাছি একটি শহরে এ বন্দুকযুদ্ধ ও প্রাণহানির ঘটনা ঘটে। কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। কোহুইলা রাজ্যের কর্তৃপক্ষ জানিয়েছেন, সহিংস মাদক চক্রগুলোর মধ্যকার অন্তঃদ্ব›েদ্বর মধ্যেই এ প্রাণহানির ঘটনা ঘটলো। কর্মকর্তারা জানিয়েছেন, রাজ্যের ভিলা ইউনিয়ন নামের একটি ছোট শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বন্দুকধারীরা। সীমান্ত শহর পাইদারাস নেগ্রাস থেকে এলাকাটির দ‚রত্ব প্রায় ৬৫ কিলোমিটার। রাজ্যের গভর্নর মিগুয়েল অ্যাঞ্জেল রিকেলমে সাংবাদিকদের জানান, এ ঘটনায় সাত বন্দুকধারী ও চার পুলিশ সদস্য নিহত হয়েছে। পরে রাজ্য সরকারের এক বিবৃতিতে জানানো হয়, আরও তিন বন্দুকধারীকে হত্যা করা হয়েছে। মেক্সিকো গত এক যুগ ধরে মাদকের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাছে। সিএনএন, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ