Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম

পদত্যাগ দাবি
ইনকিলাব ডেস্ক : ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে দেশটির রাজধানী তেল আবিব। শনিবার তেল আবিবের রাস্তায় নেমে আসেন হাজার-হাজার বিক্ষোভকারী। ৩টি দুর্নীতি মামলায় অভিযুক্ত নেতানিয়াহু ইসরাইলের পাঁচবারের প্রধানমন্ত্রী। গেল সপ্তাহেই তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে দেশটির আইন ও বিচার মন্ত্রণালয়। অবশ্য, অপরাধ প্রমাণিত বা শাস্তি নির্ধারিত না হওয়া পর্যন্ত পদত্যাগের কোনও বাধ্যবাধকতা নেই দেশটির সংবিধানে। বিক্ষোভকারীদের দাবি, অর্থ লোপাটের মাধ্যমে দেশকে তলানিতে নিয়ে ফেলেছেন নেতানিয়াহু। হারেৎজ।

২ শিশুর লাশ উদ্ধার
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের আরিজোনা অঙ্গরাজ্যে বন্যায় নিখোঁজ তিন শিশুর মধ্যে দুইজনের মরদেহের সন্ধান মিলেছে। তৃতীয় শিশুটির খোঁজে এখনও অভিযান পরিচালনা করা হচ্ছে। শনিবার গিলা কাউন্টি শেরিফ অফিস থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, শুক্রবার বন্যার সময় দুই শিশু নিউ মেক্সিকো সীমান্ত সংলগ্ন টন্টো ক্রিক এলাকায় গাড়ির মধ্যে ছিল। এক পর্যায়ে গাড়িতে পানি উঠে গেলে তাদের মৃত্যু হয়। মৃত দুই শিশুর একজন ছেলে ও অন্যজন মেয়ে। তাদের উভয়ের বয়স ৫ বছর। রয়টার্স, সিএনএন।

 


স্বীকারোক্তি আইএসের
ইনকিলাব ডেস্ক : যুক্তরাজ্যের লন্ডনে ব্রিজ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। শনিবার নিজেদের সংবাদ সংস্থা আমাকে গোষ্ঠীটি দাবি করে, তাদেরই এক সদস্য শুক্রবার লন্ডন ব্রিজে ওই হামলা চালায়। তবে দাবির পক্ষে কোনও প্রমাণ দেখাতে পারেনি তারা। শুক্রবার স্থানীয় সময় রাতে লন্ডন ব্রিজের উত্তরের অংশে একটি হলে চলতে থাকা অনুষ্ঠানে হামলার স‚ত্রপাত হয়। ছুরি নিয়ে কয়েকজন ব্যক্তির ওপর হামলার পর কিছুক্ষণের মধ্যেই পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারী নিহত হয়। ছুরিকাঘাতে নিহতদের একজন পুরুষ ও অপরজন নারী। তাদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। আইএস জানায়, তাদের বিরুদ্ধে সামরিক জোট হিসেবে যুদ্ধ করায় যুক্তরাজ্যের ওপর প্রতিশোধম‚লক এই হামলা চালিয়েছে তারা। বিবিসি।


সন্দেহভাজন আটক
ইনকিলাব ডেস্ক : নেদারল্যান্ডসে শুক্রবারের ছুরি হামলার ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। শনিবার এক বিবৃতিতে ৩৫ বছরের ওই ব্যক্তিকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। তবে তার সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। ২৯ নভেম্বর শুক্রবার নেদারল্যান্ডসের হেগ শহরে একটি ব্যস্ত সড়কে এ ছুরি হামলা চালানো হয়। এতে আহত হন তিনজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা
হয়েছে। রয়টার্স।


ভারতীয় ২ সেনার মৃত্যু
ইনকিলাব ডেস্ক : ভারতের সিয়াচেনে তুষার ধসে দুই সেনা সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, দক্ষিণ সিয়াচেন হিমবাহে প্রায় ১৮ হাজার ফুট উচ্চতায় সেনাবাহিনীর একটি টহলদারি দল তুষারপাতের কবলে পড়ায় ভারতীয় দুই সেনা সদস্যের মৃত্যু হয়। তুষার ঝড়ের পরে উদ্ধারকারী দল দ্রæত সেনা জওয়ানদের উদ্ধার করতে নেমে পড়েন এবং তাদেরকে বরফের মধ্যে থেকে বের করে আনতে সমর্থ হন। হেলিকপ্টারের সাহায্যে আহত জওয়ানদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হলেও দুই জওয়ানের জীবন বাঁচানো যায়নি। এনডিটিভি।


সার্চ ওয়ারেন্ট
ইনকিলাব ডেস্ক : ভারতে স্বঘোষিত ও বহুল বিতর্কিত ধর্মগুরু নিত্যানন্দের বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে তথ্যপ্রমাণ সংগ্রহ করতে শনিবার ব্যাঙ্গালোরে তার আশ্রম ভিজিট করেছে গুজরাট পুলিশ ও সিআইডির টিম। এ সময় সেখানে তল্লাশি চালানো হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে বলা হয়, তল্লাশি অভিযানের সময় নিত্যানন্দ কোথায় আছেন সে সম্পর্কে তার আশ্রমের ম্যানেজারদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, স্বঘোষিত এই ধর্মগুরু বর্তমানে অবস্থান করছেন ত্রিনিদাদ ও ট্যোবাগোতে। দ্য হিন্দু।


২ শতাধিক অভিবাসী
ইনকিলাব ডেস্ক : লিবিয়ার পশ্চিম উপক‚ল থেকে দুই শতাধিক অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির নৌবাহিনী। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম শনিবার এক টুইটে এ তথ্য জানায়। টুইটে বলা হয়েছে, ‘নৌবাহিনীর মাধ্যমে উদ্ধার হওয়া অভিবাসীরা তীরে পৌঁছেছেন।’ আন্তর্জাতিক সংস্থাটি আরও জানায়, ‘আমাদের কর্মীরা প্রয়োজনীয় জরুরি সহায়তা প্রদানের জন্য তীরের ওই স্থানে পৌঁছালেও লিবিয়া কোনও নিরাপদ বন্দর নয়।’ গত কয়েকদিনে লিবিয়ার পশ্চিম উকপ‚ল থেকে পাঁচ শতাধিক অবৈধ অভিবাসীকে উদ্ধারের কথা জানিয়েছে দেশটির নৌবাহিনী। সিনহুয়া, সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ