নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আইসিসি কর্তৃক দুিই বছরের নিষেদ্ধাজ্ঞার পরও জনপ্রিয়তা কমেনি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। তারই প্রমাণ ইয়ামাহার সঙ্গে চুক্তি। ইয়ামাহা বাংলাদেশ মোটরসাইকেলের শুভেচ্ছা দূত হয়েছেন সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ইয়ামাহা বাংলাদেশ।
উল্লেখ্য যে, ২০১৮ সালের জানুয়ারিতে বাংলাদেশ, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার মধ্যকার ত্রিদেশীয় সিরিজে দুইবার ও একই বছরের এপ্রিলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদ ও কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যকার ম্যাচে ফিক্সিংয়ের প্রস্তাব পান সাকিব।
কিন্তু তারপরও আইসিসিকে এই বিষয়ে অবগত করেননি তিনি। আইসিসির নিয়ম অনুযায়ী দুই বছরের নিষেধাজ্ঞা পান সাকিব। কিন্তু আইসিসিকে সহযোগিতা করায় নিষেধাজ্ঞা এক বছর স্থগিত করে। আর তাই এক বছর পর মাঠে ফিরতে পারবেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।