Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মধ্যরাতে বার্সার শীর্ষে উঠার সুযোগ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৯, ৭:১৯ পিএম

লা লিগায় বিগ ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা। প্রতিপক্ষ অ্যাতলেটিকো মাদ্রিদ। জিতলেই রিয়াল মাদ্রিদের সঙ্গে যৌথভাবে শীর্ষে ওঠার সুযোগ মিলবে কাতালানদের। ওয়ান্ডা মেট্রোপলিটানোতে ম্যাচটি শুরু হবে রাত ২টায়।
বার্সেলোনা-অ্যাতলেটিকো মাদ্রিদ ম্যাচ নিয়ে উত্তেজনার পারদে ভাসছেন সমর্থকরা। মর্যাদার ম্যাচে জিততে মরিয়া দু'দল। এর সঙ্গে বার্সেলোনার সামনে আছে শীর্ষে যাওয়ার হাতছানি। অ্যাতলেটিকোর সামনে সুযোগ পয়েট টেবিলে এগিয়ে যাওয়ার। চ্যাম্পিয়ন্স লিগে মাত্রই বরুশিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে বার্সেলোনা।
এ ম্যাচেও সে ধারাবাহিকতা ধরে রাখতে চায় কাতালানরা। ৯ জয় ও এক হারে লিগে বার্সার সংগ্রহ ২৮ পয়েন্ট। তিন পয়েন্ট এগিয়ে শীর্ষ আছে রিয়াল মাদ্রিদ। ইনজুরির কারণে অ্যাতলেটিকোর বিপক্ষে থাকবেন না ডেম্বেলে।
তবে, ফিরছেন জেরার্ড পিকে। গেল ম্যাচেই বার্সেলোনার হয়ে ৭০০তম ম্যাচ খেলেছেন মেসি। এ ম্যাচে গ্রিজম্যানকে নিয়ে অ্যাতলেটিকোর রক্ষণদূর্গে হানা দিতে প্রস্তুত আর্জেন্টাইন তারকা। তবে, ছাড় দিতে নারাজ অ্যাতলেটকিো মাদ্রিদও।
ইনজুরির কারণে খেলতে পারবেন না স্টেফান সেভিচ ও গিমেনেজ। তবে, ফিরছেন সোল নিগুয়েজ ও থমাস পার্টি। গেল এপ্রিলে দু'দলের শেষ দেখায় ২-০ গোলে জয় পেয়েছিলো কাতালানরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ