Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাউথ বাংলা ব্যাংকের কালীগঞ্জ শাখা উদ্বোধন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৯, ৬:০৩ পিএম

ঝিনাইদহ জেলার কালীগঞ্জে সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের ৭৭তম শাখার কার্যক্রম রোববার (১ ডিসেম্বর) শুরু হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ্্-৪ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল আজীম (আনার)। কালীগঞ্জ বাজার রোডের রহমানিয়া সুপার মার্কেটে ব্যাংকের শাখা চত্বরে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, ব্যাংকের পরিচালক বেগম সুফিয়া আমজাদ, স্পন্সর শেয়ারহোল্ডার ও সাবেক পরিচালক মতিউর রহমান। বক্তব্য রাখেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশিদ মোল্লা, মোবারকগঞ্জ সুগার মিলসের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার কবির, ব্যাংকের এসইভিপি মো. হাফিজুর রহমান প্রমুখ। এ সময়ে ব্যাংকের কোম্পানি সেক্রেটারি মো. মোকাদ্দেস আলীসহ এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বেগম সুফিয়া আমজাদ বলেন, বাংলাদেশ কৃষিনির্ভর অর্থনীতির দেশ। তাই প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় কৃষি অর্থায়নকে প্রাধান্য দিয়ে সাউথ বাংলা ব্যাংকের যাত্রা শুরু হয়। সঙ্গে আধুনিক ও প্রগতিশীল ব্যাংকিং ধারাকে আরও গতিশীল করার উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের ব্যাংকের সার্বিক কার্যক্রম গ্রাহকবান্ধব। গ্রাহকসেবাই আমাদের প্রধান লক্ষ্য। মানুষের প্রয়োজন বুঝে আমরা সেবা প্রদানে সচেষ্ট থাকি। তিনি বলেন, সাউথ বাংলা ব্যাংক দক্ষতা ও নিষ্ঠার সাথে তার কার্যক্রম পরিচালনা করে আসছে। আমরা সবসময় গ্রাহকের সন্তুষ্টিকে সর্বাধিক প্রাধান্য দিয়ে থাকি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাউথ বাংলা ব্যাংক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ