Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহী, রংপুর ও খুলনায় পেট্রোল পাম্পে ধর্মঘট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৯, ১১:৫১ এএম | আপডেট : ১১:৫৩ এএম, ১ ডিসেম্বর, ২০১৯

পরিবহণ, নৌযানের পর এবার ধর্মঘট ডেকেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। ১৫ দফা দাবিতে সকাল থেকে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সব পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। আজ সকাল ৬টা থেকে তিন বিভাগেরই পাম্প থেকে জ্বালানি তেল উত্তোলন, পরিবহণ ও বিক্রি বন্ধ রয়েছে।

এর আগে ৩০শে নভেম্বরের মধ্যে জ্বালানি তেল বিক্রির কমিশন ন্যুনতম সাড়ে সাত শতাংশ করা, ট্যাংকলরির ভাড়া বৃদ্ধি, পুলিশী হয়রানি বন্ধসহ ১৫ দফা দাবি বাস্তবায়নের জন্য আল্টিমেটাম দিয়েছিলেন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি আদায় না হওয়ায় ধর্মঘটের ডাক দেন তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পেট্রোল পাম্প ধর্মঘট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ