মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অ্যামাজন বনে অগ্নিকান্ডের জন্য হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওকে দায়ী করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারো। তিনি বলেছেন, ডিক্যাপ্রিও অলাভজনক বিভিন্ন সংগঠনে ডোনেশন দিয়েছেন। এর মধ্য দিয়ে তিনি অগ্নিকান্ডকে উৎসাহিত করছেন।
অ্যামাজনের রেইনফরেস্টে অগ্নিকান্ডের জন্য দায়ী এসব সংগঠনের অনেকে। গত শুক্রবার প্রেসিডেন্ট বলসোনারো তার সমর্থকদের বলেছেন, ‘ডিক্যাপ্রিও এক দুর্দান্ত মানুষ, তাই নয় কি? তিনি অ্যামাজন বনে আগুন ধরানের জন্য অর্থ দান করেছেন।’
উল্লেখ্য, জুলাই ও আগস্টে অগ্নিকান্ডে রেইনফরেস্টের বিশাল অংশ পুড়ে ধ্বংস হয়ে গেছে। এরপর অ্যামাজনকে রক্ষা করার জন্য ৫০ লাখ ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ডিক্যাপ্রিওর পরিবেশবাদী সংগঠন। ওদিকে পারা’তে অ্যামাজন রাজ্যে অলাভজনক দুটি গ্রæপের প্রধান কার্যালয়ে পুলিশ অভিযান চালায়।
এরপরই ওই মন্তব্য করেন ব্রাজিলের প্রেসিডেন্ট। এরই মধ্যে অনেক স্বেচ্ছাসেবক অগ্নিনির্বাপককে গ্রেফতার করে পরে ছেড়ে দেয়া হয়েছে। এসব স্বেচ্ছাসেবক অগ্নিনির্বাপক কোনো অন্যায় করেননি বলে তাদের দাবি। স্থানীয় পুলিশ বলছে, অলাভজনক উপায়ে অর্থ পাওয়ার আশায় অনেকে বনে আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ আছে। তারা এ অভিযোগ তদন্ত করে দেখছে।
তবে কেন্দ্রীয় পর্যায়ের প্রসিকিউটররা বলছেন, প্রাথমিকভাবে তাদের সন্দেহ স্থানীয় ভ‚মি দস্যুদের। এ বিষয়ে তারা তদন্ত করছেন। সূত্র : টাইম ম্যাগাজিনের অনলাইন সংস্করণ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।