Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

থানায় বিজেপি নেতাকে বেধড়ক পিটুনি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম

আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে গ্রেফতারকৃত ভারতের পশ্চিমবঙ্গের রিষড়ার বিজেপি নেতা ভাস্কর শীলকে থানায় নিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। এর আগে বিজেপির স্থানীয় মন্ডলের সহসভাপতি ভাস্করকে বৃহস্পতিবার বিকালে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, ল²ীপল্লিতে বিজেপির দলীয় কার্যালয়ের পেছনে জড়ো করে রাখা কাঠের ভেতর থেকে তার লুকিয়ে রাখা একটি সেভেন এমএম পিস্তল এবং দুই রাউন্ড গুলি উদ্ধার হয়। শুক্রবার তাকে শ্রীরামপুর আদালতে এসিজেএম অমরকিশোর মাহাতোর এজলাসে তোলা হয়। পুলিশ তাকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে বিচারক তাকে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠানো এবং শ্রীরামপুর জেলের সুপার এবং ওয়ালশ হাসপাতালের সুপারিন্টেন্ডেন্টকে তার চিকিৎসার ব্যবস্থার নির্দেশ দেন। জানা গেছে, এদিন আদালত চত্বরে ভাস্কর অসুস্থ হয়ে পড়েন। এসময় বিচারককে তার আইনজীবী জানান, মক্কেল তাকে জানিয়েছেন, পুলিশ হেফাজতে তাকে প্রচন্ড মারধর করা হয়েছে। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ