মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের ঝাড়খন্ড রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী মাওবাদীরা একটি সেতু বোমা মেরে উড়িয়ে দিয়েছে। কংগ্রেস প্রার্থী কে এন ত্রিপাঠির ওপরে বিজেপি সমর্থকরা আক্রমণ করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার ভোটগ্রহণ শুরুর কয়েক ঘণ্টা পরই মাওবাদীরা গুমলা জেলার বিষ্ণুপুরের একটি সেতু বোমা মেরে উড়িয়ে দেয়। রাজ্যের ডেপুটি কমিশনার শশী রঞ্জন বলেন, হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ভোটদানেও এর কোনও প্রভাব পড়েনি। বিধানসভা নির্বাচন বয়কটের ডাক দিয়েছিল মাওবাদীরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ভোটদানে বাধা দিতে ভোটারদের মনে ভয় সৃষ্টির উদ্দেশ্যেই তারা বিস্ফোরণে সেতু উড়িয়ে দিয়েছে। প্রথম দফায় শনিবার ঝাড়খন্ডের মোট ১৩টি বিধানসভা আসন যথাক্রমে ছাত্রা (এসসি), গুমলা (এসসি), বিশনপুর (এসটি), লোহারদাগা (এসটি), মণিকা (এসটি), লাতেহার (এসসি), পাঙ্কি, ডাল্টনগঞ্জ, বিশ্রামপুর, ছাতারপুর (এসসি), হুসাইনাবাদ, গাঢ়বা এবং ভবন্থপুরে ভোট গ্রহণ হচ্ছে। ভোটগ্রহণের সময় পলামুরের কোসিয়ারা গ্রামে কংগ্রেস প্রার্থী কে এন ত্রিপাঠির ওপর হামলা হয়েছে। বিজেপি প্রার্থী অলোক চৌরাসিয়ার সমর্থকরা কে এন ত্রিপাঠিকে আক্রমণ করেছে অভিযোগ উঠেছে। এ সময় বিজেপি প্রার্থীর সমর্থকরা কংগ্রেস প্রার্থী কে এন ত্রিপাঠীকে বুথ পরিদর্শন করতে বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এবং ত্রিপাঠি ও তার সমর্থকদের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করা হয়। ত্রিপাঠির গাড়িতেও হামলা চালানো হয়। কংগ্রেস প্রার্থীর সঙ্গে থাকা জওয়ানরা বিজেপি সমর্থকদের বিতাড়িত করে পরিবেশ শান্ত করেন। ত্রিপাঠি এসময় রিভলবার বের করেন বলে অভিযোগ ওঠায় নির্বাচন কমিশন বিষয়টি আমলে নিয়েছে। কে এন ত্রিপাঠির অভিযোগ বিজেপি সমর্থকরা পাঁচটি বুথ লুট করার চেষ্টা করছিল। তিনি ওই সব বুথে যাওয়ার চেষ্টা করলে তার ওপর আক্রমণ হয়। বিষয়টি তিনি পুলিশের ডিজিপি ও এসপিকে জানিয়েছেন। এনডিটিভি, পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।