Inqilab Logo

শুক্রবার, ০৭ জুন ২০২৪, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মিয়ানমারের বিরুদ্ধে মামলাকে বিদ্রোহী জোটের সমর্থন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম

রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে গণহত্যা চালানোর জন্য মিয়ানমারের সেনাবাহিনীকে শাস্তিদানের যে উদ্যোগ নিয়ে আন্তর্জাতিক স¤প্রদায় তাকে সমর্থন দিয়েছে দেশটির বিদ্রোহী গ্রæপগুলোর জোট। নর্দান এলায়েন্স নামে পরিচিত তিনটি বিদ্রোহী গ্রæপের জোট বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি) ও আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে)-এ দায়ের করা মামলাকে স্বাগত জানায়। এই জোটে রয়েছে তাং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ), আরাকান আর্মি (এএ) ও মিয়ানমার ন্যাশনাল ডেমক্রেটিক এলায়েন্স আর্মি। গ্রæপটি জানায় যে, গত ৭০ বছর ধরে এবং চলমান সংঘাতে মিয়ানমার সেনাবাহিনী গণহত্যা, বিচারবহির্ভুত গ্রেফতার, অমানবিক নির্যাতন, ম্যাসাকার, অপহরণ ও দলবদ্ধ ধর্ষণকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। বিদ্রোহী জোট মিয়ানমার সেনাবাহিনীর অপকর্মের প্রমাণ সরবরাহ করতে প্রস্তুত বলেও জানিয়েছে। টিএনএলএ মুখপাত্র মাই আইক কিয়াও জানান যে, তারা সেনাবাহিনীর বিরুদ্ধে জাতিগত নিপীড়নের তথ্য-প্রমাণ সংগ্রহ করেছেন। মুখপাত্র টেলিফোনে এই বার্তা সংস্থাকে বলেন, কেউ কেউ আমাদেরকে সন্ত্রাসী বলে। কিন্তু আমরা মনে করি যারা সেনাবাহিনীর হাতে নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে ন্যায়বিচার পাইয়ে দেয়ার এটাই একমাত্র উপায়। এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ