Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীমান্তে ২শ’ সাঁজোয়া যান মোতায়েন করবে ভারত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম

পাকিস্তান সীমান্তে প্রায় ২০০ সাঁজোয়া যান মোতায়েন করতে যাচ্ছে ভারত। এসব
যানে থাকবে সে দেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ট্যাংক বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র। শুক্রবার ভারতের এক ঊর্ধ্বতন কর্মকর্তা স্পুটনিককে বলেছেন, ‘পাকিস্তান সীমান্ত সংলগ্ন সমতল ভ‚মিতে সাঁজোয়া যান মোতায়েন করা হবে।’ পাঞ্জাব-রাজস্থান জুড়ে নদী এবং খাল রয়েছে। সীমান্ত এলাকায় যান মোতায়েনের মধ্য দিয়ে বাড়বে ভারতীয় সেনাবাহিনীর সক্ষমতা। স্পুটনিক জানিয়েছে, রাস্তা বা সড়ক পথে ৫০০ এবং নদী বা খাল পথে আড়াইশ’ কিলোমিটার টহল দেওয়ার সক্ষমতা রয়েছে এসব সাঁজোয়া গাড়ির। সব ধরনের রাসায়নিক, জৈব এবং পরমাণু দ‚ষণ নির্ণয়ে সক্ষম আট চাকার এ গাড়ির সব চাকাই স্টিয়ারিং হুইলের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। স্পুটনিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ