Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার গুলিবিদ্ধ

প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা
জয়পুরহাটের পাঁচবিবিতে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার ছানোয়ার (৫২) গুলিবিদ্ধ হয়। সে উপজেলার বিনশিরা গ্রামের মেছের আলীর ছেলে। ২টি মামলায় মালামাল ক্রোকের আদেশসহ তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, অগ্নিসংযোগ ও নাশকতার ১৮টি মামলা রয়েছে। পাঁচবিবি থানার ওসি আশরাফুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে পাঁচবিবি-জয়পুরহাট সড়কে জিয়ার মোড় নামক স্থানে গাছের গুড়ি ফেলে ১৫/২০ জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। টহলরত পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল দেশীয় ও অগ্নিয়াস্ত্র দ্বারা পুলিশের উপর আক্রমণ চালায়। তারা পুলিশকে লক্ষ্য করে ১০/১২ রাউন্ড গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশ শর্টগানের ১০ রাউন্ড ফাঁকা গুলি ছোরে। ওই সময় ছানোয়ার ডানপায়ে গুলি বিদ্ধ হয়। ডাকাত দলের দেশীয় অস্ত্রের আঘাতে পুলিশ কনস্টেবল ইসমাইল আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুলিবিদ্ধ ছানোয়ারকে প্রথমে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে পরে চিকিৎসকদের পরামর্শে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে হাসুয়াসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার গুলিবিদ্ধ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ