বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁদাবাজি বন্ধ, বর্ধিত বেতন,নিয়োগপত্র ও খাবার ভাতাসহ ১১ দফা দাবিতে শুক্রবার মধ্যরাত থেকে চাঁদপুরসহ সারা দেশে লাগাতার কর্মবিরতি শুরু করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। নৌ ধর্মঘটের ফলে চাঁদপুর থেকে নৌপথে নৌযান চলাচল বন্ধ রয়েছে।
চাঁদপুর লঞ্চ ঘাটের সুপারভাইজার আলী আজগর জানান, নৌ শ্রমিকরা আবারও ধর্মঘটের ডাক দিয়েছে। রাত ১২ পূর্বের সকল লঞ্চ চাঁদপুর থেকে ছেড়ে গেছে। নৌযান শ্রমিক ফেডারেশনের নির্দেশনা অনুযায়ী চাঁদপুর থেকে রাত ১২টা ১ মিনিটের পর থেকে আর কোন লঞ্চ ছেড়ে যায়নি।
এ বিষয়ে চাঁদপুর বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, সারাদেশে ১১ দফা দাবিতে নৌ শ্রমিকরা ধর্মঘটের ডাক দিয়েছে। এ বিষয়ে আমাদেরকে অবগত করা হয়েছে। চাঁদপুরে রাত ১২টা ১ মিনিট থেকে সব রুটের লঞ্চ চলাচল বন্ধ রাখা হবে। আমি নৌপুলিশ ও মডেল থানা পুলিশকে যাত্রীদের সার্বিক নিরাপত্তা দেখার কথা বলেছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।