মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফ্রিকার দেশ মালিতে ফ্রান্সের হেলিকপ্টার বিধ্বস্তের দায় স্বীকার করেছে আইএস। শুক্রবার যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্সের ওয়েবসাইটে বলা হয়, সেদিন দুটি ফরাসি হেলিকপ্টারের ওপর গুলি বর্ষণ করে আইএস। একটি পালিয়ে যেতে সক্ষম হয়। ২০১৪ সালের আগস্ট থেকে আফ্রিকায় ৪ হাজার ৫০০ সেনা মোতায়েন রেখেছেন ফ্রান্স। পশ্চিম আফিক্রার বুরকিনা ফাসো, মালি, মরিশানিয়া, নাইজার ও শাদে সন্ত্রাস বিরোধী অভিযান চালাচ্ছে তারা। সোমবারের মালির উত্তরাঞ্চলে এক হামলায় হেলিকপ্টার বিধ্বস্ত ১৩ জন ফরাসি সেনা নিহত হয়। এ অঞ্চলের সংঘাতে যুক্ত হওয়ার পর এটিই দেশটির সবচেয়ে বড় ক্ষয়ক্ষতির ঘটনা বলে মন্তব্য করেছে ফ্রান্সের প্রেসিডেন্টের দফতর। এ প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তার দফতরের এক বিবৃতিতে জানানো হয়েছে, জিহাদিদের বিরুদ্ধে লড়াইয়ের সময় হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হন ফরাসি সেনারা। সেনাদের মধ্যে ছয়জন কর্মকর্তা, ছয়জন নন-কমিশনড কর্মকর্তা ও একজন কর্পোরাল ছিলেন। ম্যাক্রোঁ বলেন, বৃহস্পতিবার তিনি পশ্চিম আফ্রিকায় জঙ্গি দমনে সব ধরনের পদক্ষেপ নেওয়া নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘আফ্রিকায় আমাদের মিশন খুবই গুরুত্বপ‚র্ণ। তবে এখন আমরা যে পরিস্থিতিতে রয়েছি তা আমাকে সব ধরনের পদক্ষেপের ব্যাপারে ভাবতে বাধ্য করছে।’ রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।