Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুসলিম ভেবে হিন্দু তরুণ-তরুণীকে মারধর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

দাড়িওয়ালা এক তরুণ তার বান্ধবীকে নিয়ে মদ্য আর ধ‚মপান করছিলেন একটি পানশালার পাশের গলিতে। এ সময় মুখে দাড়ি দেখে মুসলিম ভেবে হিন্দু সেই যুবককে মারধর করে এবং তার বান্ধবীকেও হেনস্থা করার অভিযোগ উঠেছে। এ ঘটনা ঘটেছে ভারতের কলকাতায়। এ ঘটনায় দমদম থানায় লিখিত অভিযোগ করেছেন ওই তরুণ-তরুণী। তবে যাদের বিরুদ্ধে মারধরের অভিযোগ আনা হয়েছে তাদের একজন জানিয়েছেন, তার বাড়ির গ্যারেজের কাছে দাঁড়িয়ে অশালীন কাজকর্ম করছিলেন চার তরুণ-তরুণী। প্রতিবাদ করায় উল্টো তারাই তাদের আক্রমণ করে। বাকি দু’জন পালিয়ে যায়। জানা গেছে, গত শনিবার রাতে জয়দীপ সেন তার বান্ধবীকে নিয়ে গিয়েছিলেন নাগেরবাজার এলাকার একটি পানশালাতে। ওই তরুণী উচ্চশিক্ষার সুবাদে ইংল্যান্ডে থাকেন। বৃহস্পতিবার ওই তরুণী বলেন, ‘ওই পানশালায় সেদিন আমরা রাত সাড়ে ৯টা পর্যন্ত মদ্যপান করি। সেখান থেকে বেরিয়ে আমরা পানশালার পাশের একটা গলিতে দাঁড়িয়ে ধ‚মপান করছিলাম। তরুণটি জানান, ঘটনার স‚ত্রপাত সেখান থেকেই। সবে সিগারেট ধরিয়েছি, মধ্যবয়সী এক ব্যক্তি হঠাৎ আমাদের সামনে এসে দাঁড়ান। তারপরই অশালীন ভাষায় কট‚ক্তি করেন। ওই তরুণী দাবি করেন, আমরা গলি থেকে বেরিয়ে যেতে চায়। তখন আমি রাগ চাপতে না পেরে ওই লোকটাকে একটা গালি দেই। এরপরই ওই ব্যক্তি চিৎকার জুড়ে দেন এবং আমার দিকে তেড়ে আসে মারতে। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ