Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাগিন ড্যান্সে চাকরি গেল শিক্ষকের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

এবার ‘নাগিন ড্যান্স’ করে বরখাস্ত হলেন ভারতের এক শিক্ষক। শোকজ করা হয়েছে আরও দুই শিক্ষককে। ভারতের রাজস্থানের জয়পুরের জালোর জেলায় গত ১০ দিন আগে ওই নাচ দিয়েছিলেন তারা। পরে সেই নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিতর্কের সৃষ্টি হয়। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে একটা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। ট্রেনিংয়ের মাঝে বিরতিতেই নাচগান করছিলেন শিক্ষক-শিক্ষিকারা। শিক্ষক-শিক্ষিকাদের নাগিন ডান্সের ছবি ও ভিডিও দেখে অনেকেই মন্তব্য করেন দু-জন পুরুষের সঙ্গে এক নারীর এমন নাচের ভঙ্গি কখনওই শোভনীয় নয়। এটা পুরোপুরি ‘অশ্লীল।’ শিক্ষকদের এমনভাবে দেখে ছাত্রছাত্রীরা কী শিখবে! প্রশিক্ষণ শিবিরে এমন চটুল নাচের শাস্তি হওয়া উচিত। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ