মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের উত্তর প্রদেশের একটি স্কুলে এক লিটার দুধ পান করানো হয়েছে ৮১ জন শিক্ষার্থীকে। অবশ্য অন্যান্য দিনের তুলনায় এই সংখ্যাটিতে চার জন কম রয়েছে। অর্থাৎ প্রায় প্রতিদিনই এক লিটার দুধ পান করানো হয় ৮৫ জনকে। রাজ্যের শোনভদ্র জেলার চোপান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার এ ঘটনা ঘটেছে। শোনভদ্র উত্তরপ্রদেশের সবচেয়ে অনুন্নত এলাকা। স¤প্রতি গ্রাম পঞ্চায়েতের কোনো সদস্য দুধ পান করানোর ওই ভিডিওটি ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। ভিডিওতে দেখা গেছে, চুলার ওপর রাখা একটি বড় পাত্রে পানি ফুটছে। প্যাকেটজাত তরল দুধ এর মধ্যে ঢেলে দিয়ে চামচ দিয়ে নেড়ে দুধ-পানি মিশিয়ে দিচ্ছেন এক নারী। কিছুক্ষণ পর চুলা থেকে পাত্র নামিয়ে গøাসে করে শিক্ষার্থীদের পরিবেশন করছেন তিনি। বুধবার চোপান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৭১ জন শিক্ষার্থীর মধ্যে ভেজাল দুধ পান করেছে ৮১ জন। মিড ডে মিলের এই ঘটনা অবশ্য উত্তর প্রদেশে নতুন নয়। দুই মাস আগে এক সাংবাদিকের ধারণ করা ভিডিওতে দেখা গেছে, শিক্ষার্থীদের লবন দিয়ে রুটি খেতে দেওয়া হয়েছে রাজ্যের এক স্কুলে। পরে সেই সাংবাদিককে গ্রেপ্তার করে যোগী আদিত্যনাথ সরকার। ওই সময় বলা হয়, মুখ্যমন্ত্রীর নামে অপপ্রচার করতেই এই ধরনের ভিডিও বানানো হয়েছে। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।