মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্বের দেশগুলোকে চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের আহ্বান জানিয়েছেন সংখ্যালঘু উইঘুর স¤প্রদায়ের নির্বাসিত এক নেতা। তিনি বলেছেন, চীনের সঙ্গে স্বাভাবিক ব্যবসায়িক সম্পর্ক রাখার দিন শেষ। দোলকুন ইসা নামের ওই উইঘুর নেতা জার্মানির মিউনিখ ভিত্তিক সংগঠন ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেসের সভাপতি। বুধবার তিনি এক বক্তৃতায় চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের ওই আহবান জানান। এ খবর দিয়েছে আল-জাজিরা। উইঘুরদের মগজ ধোলাইর লক্ষ্যে শিনজিয়াং প্রদেশে গণ আটককেন্দ্র নির্মান করছে চীন এমন তথ্যের কিছু ক্লাসিফাইড নথি ফাঁস হওয়ার পর এমন দাবি তুলেছেন ইসা। বৃহস্পতিবার তার সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা। সুইস ব্যাংক দিয়েই চীনের অনেক ব্যাবসায়িক লেনদেন সম্পন্ন হয়। এর আগে যুক্তরাষ্ট্র চীনের নেতাদের উইঘুরদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করে। তবে এ ধরণের সকল দাবি আরো একবার অস্বীকার করে বেইজিং। জানায়, সেখানে তারা বৃত্তিম‚লক শিক্ষা চালু করেছে। এ শিক্ষা সন্ত্রাসবাদ থেকে মানুষকে দ‚রে রাখবে ও আধুনিক প্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধি করবে। জাতিসংঘের তদন্তকারী দল বলছে, সেখানে কমপক্ষে ১০ লক্ষ উইঘুরকে মগজ ধোলাই করা হচ্ছে। ইসার দাবি, স¤প্রতি কিছু ক্যাম্পের আকার আরো বড় করা হয়েছে। সেখানে হয়ত ৩০ লাখ উইঘুর বন্দি আছেন। তবে জার্মান স্কলার আদ্রিয়ান জেঞ্জ হিসেব করে জানিয়েছেন, শিনজিয়াং-এ এসব তথাকথিত পুনশিক্ষণ কেন্দ্রে রয়েছেন ১৮ লাখের মতো উইঘুর মুসলিম। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।