মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রথমবারের মতো মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম নির্যাতনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে নিন্দা জানিয়েছে ইসরাইল। এর আগে অবশ্য বিপরীত মত প্রকাশ করেছে মিয়ানমারে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদ‚ত রনেন গিলর। বর্তমানে আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গা নির্যাতন নিয়ে একাধিক মামলার সম্মুখীন মিয়ানমার সরকার ও এর নেতারা। বুধবার গিলর তার ব্যক্তিগত টুইটার একাউন্টে তেমন একটি মামলা মোকাবিলায় মিয়ানমারের বেসামরিক নেত্রী অং সান সুচির প্রতি সমর্থন জানিয়েছেন। পরবর্তীতে সমালোচনার মুখে টুইটটি সরিয়ে নেন তিনি। এই ঘটনার একদিন পরই রোহিঙ্গাদের বিরুদ্ধে হওয়া নির্যাতনের নিন্দা জানিয়েছে ইসরাইল। এ খবর দিয়েছে দ্য হারেৎজ। খবরে বলা হয়, আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা নির্যাতনের অভিযোগে সুচি সহ মিয়ানমার নেতৃত্বের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বুধবার গিলর এক টুইটে ওই মামলা লড়ায় সুচিকে শুভকামনা জানান। সুচির একটি ছবি দিয়ে তিনি লিখেন, বিশ্ব আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলা লড়বেন মিয়ানমারের নেত্রী ও স্টেট কাউন্সেলর অং সান সুচি-ভালো সিদ্ধান্তের জন্য অনুপ্রেরণা ও শুভ কামনা। বুধবার টুইট করার পর তীব্র সমালোচনার শিকার হন গিলর। পরবর্তীতে টুইটটি সরিয়ে নেন তিনি। এ ঘটনার পরদিন বৃহ¯পতিবার মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে নিন্দা জানানো হয়। হারেৎজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।