নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বেলজিয়ামে জমকালো আয়োজনে হয়ে গেল সাইক্লিং বিশ্বকাপ। নারীদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ডেল কারমান আলভার্দো। পুরুষ বিভাগে শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছেন ম্যাথিউ ভ্যান ডার। আগামী বছর আরো বড় পরিসরে এ আয়োজন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
খেলাপাগল এই মানুষগুলোর জন্যই বেলজিয়াম আয়োজন করা হয় সাইক্লিং বিশ্বকাপের। আকাবাকা পথে সাইকেলে করে ছুটে চলা। একটু অসতর্ক হলেই হতে পারে বিপদ। কিন্তু তারপরও ছুটে চলেন প্রতিযোগীরা।
নারীদের বিভাগে সবাইকে পেছনে ফেলে প্রথম হওয়ার গৌরব অর্জন করেন ডেল কারমান আলভার্দো। সময় নিয়েছেন ৪৭ মিনিট ৮ সেকেন্ড। পুরুষদের বিভাগেও হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত বিজয়ী হয়েছেন ম্যাথিউ ভ্যান ডার।
ম্যাথিউ ভ্যান ডার বলেন, এটা দারুণ অভিজ্ঞতা। গেল বছর আমি ভাল করতে পারিনি। তবে, এবার অনেক পরিশ্রম করেছি। চ্যাম্পিয়ন হতে পেরে খুব ভাল লাগছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।