Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হারের বৃত্তে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৯, ৩:৪৪ পিএম

উয়েফা ইউরোপা লিগে আর্সেনাল ২-১ গোলে ধরাশায়ী হয়েছে এফসি ফ্রাঙ্কফুর্টের কাছে। এই নিয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলে টানা সাত ম্যাচ ধরে জয়ের দেখা নেই এমিরেটস শিবিরে। তাই কোচ উনাই এমেরি আছেন প্রচণ্ড চাপের মধ্যে।
প্রথমার্ধের ইনজুরি টাইমে পিয়েরে-এমেরিক আউবামেয়াংয়ের গোলে লিড পায় স্বাগতিক আর্সেনাল। কিন্তু দাইচি কামাদা (৫৫ ও ৬৩তম মিনিটে) জোড়া গোল করে ফ্রাঙ্কফুর্টকে জয় উপহার দেন।
সর্বশেষ ২৫ অক্টোবর ইউরোপা লিগে ভিতোরিয়া এসসির বিপক্ষে নিজেদের মাঠে জয় ছিনিয়ে নিয়ে ছিল আর্সেনাল। এর পর চার ড্রয়ের সঙ্গে হার মানল তিন ম্যাচে। মানে চলতি নভেম্বরে কোনো ম্যাচই জিততে পারেনি গানারস শিবির।
এছাড়া পোর্তো ২-১ গোলে হারিয়েছে ইয়াং বয়েজকে। এএস রোমা ৩-০ গোলে হারায় ইস্তাম্বুল বাসাকসেহিরকে। সেভিয়া ২-০ গোলে ধরাশায়ী করেছে কারাবাগকে। আর এসপানিওল ২-২ গোলে ড্র করেছে ফেরেঙ্কভারোসের সঙ্গে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ