Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগানদের বড় ব্যবধানে হারাল উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৯, ৩:৩১ পিএম | আপডেট : ৩:৩২ পিএম, ২৯ নভেম্বর, ২০১৯

সিরিজের একমাত্র টেস্ট ম্যাচে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।লক্ষ্ণৌতে ক্যারিবীয়রা প্রথম ইনিংসে অলআউট হয় ২৭৭ রানে। ৯০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে আফগানিস্তান অলআউট হয় ১২০ রানে। লিড কেবল ৩১ রানের! যার জবাবে উইন্ডিজরা সময় নিল ৩৮ বল। অর্থাৎ ৯ উইকেটে জিতল ক্যারিবীয়রা।
এর আগে একমাত্র টেস্টে আফগানরা প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ১৮৭ রান তুলেছিল; জবাবে উইন্ডিজ করে ২৭৭ এবং ৯০ রানের লিড! এই লিড ছাড়িয়ে কেবল ৩১ রান তুলতে সক্ষম হয়েছে রশিদ-আসগররা।
উইন্ডিজদের প্রথম ইনিংসে ৯০ রানের লিডের জবাবে দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে আফগানরা। দ্বিতীয় দিন শেষে আফগানরা সংগ্রহ করে ৭ উইকেটে ১০৭ রান। শুক্রবার (২৯ নভেম্বর) তৃতীয় দিনে আর ১৩ রান যোগ করতেই অলআউট হয় আফগানরা।
৩১ রানের জবাবে ব্যাট করতে নেমে জন ক্যাম্পবেলের ১৬ বলে অপরাজিত ১৯ রানে ৬.২ ওভারেই জয় তুলে নেয় উইন্ডিজরা।
সংক্ষিপ্ত স্কোর :
আফগানিস্তান ১ম ইনিংস : ৬৮.৩ ওভারে ১৮৭ ও ২য় ইনিংস : ৪৩.১ ওভারে ১২০ (ইব্রাহিম ২৩, আহমাদি ৬২, ইহসানউল্লাহ ১, রহমত ০, আসগর ০, নাসির ১৫, হামজা ১, আফসার ৭, রশিদ ১, ইয়ামিন ১, জহির ০*; রোচ ৪-২-৫-০, হোল্ডার ৬.১-২-২০-৩, ওয়ারিক্যান ১২-৩-৩১-০, কর্নওয়াল ১৮-৩-৪৬-৩, চেইস ৩-১-১০-৩)
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস : ৮৩.৩ ওভারে ২৭৭ ও ২য় ইনিংস : ৬.২ ওভারে ৩৩/১ (ব্রাথওয়েট ৮, ক্যাম্পবেল ১৯*, হোপ ৬*; ইয়ামিন ১-০-৮-০, জাভেদ ১-০-৯-০, হামজা ২.২-১-৫-১, রশিদ ২-০-১১-০)
ফল : ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে জয়ী
ম্যাচসেরা : রাকিম কর্নওয়াল



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ