Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে আহত আরো একজনের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৯, ৩:১৪ পিএম

নগরীর পাথরঘাটায় গ্যাসলাইন বিস্ফোরণের বড়ুয়া ভবনের একাংশ ধসে পড়ার ঘটনায় আহত আরও একজনের মৃত্যু হয়েছে। আহত ডরিন তিষা গোমেজ ১৩দিন মৃত্যুর সঙ্গে লড়ে শুক্রবার সকাল সাড়ে ১১টায় চমেক হাসপাতালের আইসিইউতে মৃত্যুবরণ করেন।
তিষা গোমেজ নগরীর পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের বাসিন্দা অনল গোেেমজের কন্যা। দুই বোনের মধ্যে তিষা ছিলেন বড়। তিনি ইসলামিয়া কলেজে বি.কম সমাপনী পরীক্ষার্থী ছিলেন। পড়ালেখার পাশাপাশি তিনি পাথরঘাটা সেন্ট জনস গ্রামার স্কুলে শিক্ষকতা করতেন। বিস্ফোরণের সময় স্কুলে যাওয়ার পথে দেয়াল চাপায় গুরুতর আহত হন তিষা।
গত ১৭ নভেম্বর নগরীর পাথরঘাটায় গ্যাসলাইন বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলে নিহত হয় ৭জন, আহত হয় ১৫জন। এ নিয়ে মৃতের সংখ্যা আট এ দাঁড়ালো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বড়ুয়া ভবন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ