Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিপিএলের আগেই মিরপুরে সংস্কার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৯, ১:০৭ এএম

গ্র্যান্ড স্ট্যান্ডে অনেক চেয়ার ভাঙা। প্লাস্টিকের আসনের অনেকগুলোই গেছে ফেটে। গ্যালারির সব প্রান্তেই ভাঙা চেয়ারের ছড়াছড়ি। সবচেয়ে বাজে অবস্থা নর্দান স্ট্যান্ডের। ভেঙে যাওয়ায় সরিয়ে ফেলা হয়েছে সেই গ্যালারির বেশির ভাগ চেয়ার। সব মিলিয়ে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্যালারির দৈন্যদশা। তবে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধরী সুজন আশ্বাস দিলেন, বিপিএলের আগেই সংস্কার করা হবে এসব।
বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ও বিসিবি পরিচালক মাহবুব আনাম ও সংশ্লিষ্ট অন্যরা ঘুরে দেখেছেন স্টেডিয়ামের নানা প্রান্ত। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির প্রধান নির্বাহী জানালেন, স্টেডিয়ামের গ্যালারির সংস্কার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, ‘আপনারা দেখেছেন যে আমাদের কিছু চেয়ার নষ্ট হয়ে গেছে। সেগুলো নিয়ে আমরা কাজ করছি। যত তাড়াতাড়ি সম্ভব, বিপিএলের আগেই চেষ্টা করব যে চেয়ারগুলো বদলে নতুন চেয়ার বসানো যায় কিনা। এর মধ্যেই কাজ শুরু করেছি। সুযোগ-সুবিধা আবারও উন্নত করার চেষ্টা চলছে।’
এবার বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান আগামী ৮ ডিসেম্বর, খেলা শুরু ১১ ডিসেম্বর।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ