রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক হযরত মাওলানা উবায়দুর রহমান খান নদভী বলেছেন, আলীয়া মাদরাসা ও জমিয়াতুল মোদার্রেছীনের সৃষ্টি একই সূত্রে গাঁথা। তিনি বলেন ব্রিটিস শাসন আমলে ইহুদী নাছারা ও খৃস্টানরা মুসলমানদের ঈমান আকিদা ধ্বংস করার জন্য কৌশলে ইসলামী শিক্ষা ব্যবস্থা বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করে। সেই সময় দেশের আলেম ওলামা ও পীর মাশায়েখগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মানুষের ইসলামী ঈমান আকিদা ও কৃষ্টি-কালচার রক্ষা করার লক্ষ্যেই সেই সময়ে আলীয়া মাদরাসার শিক্ষা ব্যবস্থার প্রচলন ঘটেছিল।
তিনি গত বুধবার জামালপুর শহরের সিংহজানী উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন জামালপুর জেলা শাখা আয়োজিত সম্মেলন ও এক বিশাল ইসলামী সভায় বক্তব্য রাখেন।
তিনি বলেন, তারই ধারাবাহিকতায় পরবর্তী সময় ১৯৬৩ সালে দেশের প্রখ্যাত আলেম ওলামায়ে কেরামগণ ওই শিক্ষা ব্যবস্থাকে সুদৃঢ় ও সুসংগঠিত করতেই বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন প্রতিষ্ঠা হয়েছিল। দেশ স্বাধীন হবার পর প্রখ্যাত আলেম ইসলামী চিন্তাবিদ রাজনৈতিক ব্যক্তিত্ব মরহুম আলহাজ হযরত মাওলানা আব্দুল মান্নান (রহ.) জমিয়াতুল মোদার্রেছীনের হাল ধরে ছিলেন। তাঁর মৃত্যুর পর তাঁর সুযোগ্য সন্তান দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দিন সংগঠনটির দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই আলেম ওলামা ও মাদরাসা শিক্ষা ব্যবস্থার অনেক উন্নয়ন ঘটিয়েছেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে সংগঠনটি যেমন শক্তিশালি হয়েছে তেমনি আলেম ওলামাদের সহযোগিতায় আলীয়া মাদরাসা ও ইসলামী শিক্ষা ব্যবস্থার প্রসার ঘটেছে।
সভায় আরো বক্তব্য রাখেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছিরে কোরআন হযরত হাফেজ মাওলানা মুফতি আমির হামজা, কুষ্টিয়া, প্রখ্যাত মোফাচ্ছিরে কোরআন আল্লামা আমিরুল ইসলাম বেলালী, সভাপতি, বাংলাদেশ জাতীয় মোফাচ্ছির পরিষদ, ঢাকা। প্রখ্যাত মোফাচ্ছিরে কোরআন হযরত মাওলানা মো. আখতারুজ্জামান সিদ্দিকী, সহকারী অধ্যাপক, কামালখানহাট ফাজিল মাদরাসা ও খতিব, পুরাতন পৌরসভা গেইট জামে মসজিদ, জামালপুর। সভা পরিচলনা করেন জমিয়াতুল মোদার্রেছীনের জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কাজী মশিউর রহমান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।