Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

উচ্ছেদের নেই কোনো উদ্যোগ ত্রিশালে দিন দিন বেড়েই চলছে অবৈধ স্থাপনা

প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

ত্রিশাল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ত্রিশাল পৌর শহরে ও বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের নামে মাঝে মধ্যে অভিযান চালানো হয়। গত মার্চ মাসে ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের নামে অভিযান চালায় ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান ও উপজেলার নির্বাহী অফিসার। সে সময়ে ত্রিশাল প্রেসক্লাবের ভবন, জাতীয় শ্রমিক ইউনিয়ন ও শ্রমিক লীগের অফিস ভেঙে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তৎকালীন সময়ে বাকী সকল অবৈধ স্থাপনা দ্রুত সময়ের মধ্যে উচ্ছেদের সিদ্ধান্ত থাকলেও রহস্যজনক কারণে উচ্ছেদ অভিযান স্থগিত হয়ে যায়। অপরদিকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান না থাকায় দিন দিন সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা বেড়েই চলছে। বিশেষ করে ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ও জনপথের জায়গা দখল করে ভিবিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এছাড়াও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল বাসস্ট্যান্ড এর দু’পাশে ফুটপাতসহ ইচ্ছে মতো জায়গা দখল করে দোকানপাট গড়ে উঠেছে। এর ফলে পথচারীসহ সাধারণ মানুষের ব্যাপক ভোগান্তিতে পরতে হচ্ছে।
সড়ক ও জনপথের উপ-সহকারী প্রকৌশলী আবুল কালাম বলেন, সড়ক ও জনপথের জায়গায় স্থাপনা তৈরি করলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিসুজ্জামানের সাথে এ ব্যাপারে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আবু জাফর রিপন জানান, আমি লোক পাঠিয়ে খোঁজ নিচ্ছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উচ্ছেদের নেই কোনো উদ্যোগ ত্রিশালে দিন দিন বেড়েই চলছে অবৈধ স্থাপনা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ