বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কক্সবাজারে শুরু হয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির জেলা কাউন্সিল।
মাওলানা হাফেজ সালামত উল্লাহর সভাপতিত্বে কক্সবাজার সাগর পাড়ের একটি তারকা হোটেলে সকাল ১০ টায় শুরু হয়েছে এই কাউন্সিল অধিবেশন।
কাউন্সিলে বক্তব্য রাখছেন নেজামে ইসলাম পার্টির সহকারী মহাসচিব ও হেফাজতে ইসলাম বাবাংলাদেশের সাংগঠনিক সম্পাদক
মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
তিনি বলেন আজ দেশে যে অবস্থা বিরাজ করছে তাতে ঈমান নিয়ে বেঁচে থাকা দায়। তাই ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন নেজামে ইসলাম পার্টিকে সংগঠিত হতে হবে। দেশের এই দুর্দিনে নেজামে ইসলাম পার্টিকে যোগয়তার সাথে ভূমিকা রাখতে হবে। তিনি দেশের আলেম ওলামাসহ সর্বস্তরের জনগনকে নেজামে ইসলামের পতাকা তলে সংঘটিত হওয়ার আহবান জানান।
কাউন্সিলে উপস্থিত আছেন নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় আমীর মাওলানা সরওয়ার কামাল আজিজী, নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারী, নায়েবে আমীর আব্দুর রহমান চৌধুরী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইজহারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।