Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিয়ানীবাজারে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ নিহত

প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

সিলেট অফিস : সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগরে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে মাহতাব উদ্দিন (৪৭) নামক এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত মাহতাব উদ্দিন ওই গ্রামের মৃত মখদ্দস আলীর ছেলে। গতকাল (বুধবার) দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, মাহতাব উদ্দিনের সাথে জমি নিয়ে আলীনগর গ্রামের রুবেল-সুমন গংদের বিরোধ চলছিল। জমি নিয়ে এ বিরোধের জেরে বুধবার উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় মাহতাব উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এবিএম বদরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় ৮ জনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিয়ানীবাজারে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ নিহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ