Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পয়েন্ট হারিয়ে অপেক্ষায় লিভারপুল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৯, ৯:০০ এএম

শুরুতে ড্রিস মের্টেন্সের গোলে পিছিয়ে পড়া বর্তমান চ্যাম্পিয়নদের দ্বিতীয়ার্ধে সমতায় ফেরালেন দেইয়ান লোভরেন। কিন্তু জয়সূচক গোলের দেখা আর পেল না তারা। নাপোলির বিপক্ষে পয়েন্ট হারিয়ে অপেক্ষায় রইল লিভারপুল।
‘ই গ্রুপের ম্যাচে বুধবার অ্যানফিল্ডে নাপোলির বিপক্ষে ১-১ ড্র করে লিভারপুল। সেপ্টেম্বরে ইতালির ক্লাবটির মাঠে ২-০ গোলে হেরে চলতি আসর শুরু করেছিল তারা।
প্রথমার্ধে নিজেদের সেরা ছন্দে দেখা যায়নি লিভারপুলকে। এর মাঝে ২১তম মিনিটে নাপোলিকে এগিয়ে নেন মের্টেন্স। অফসাইডের ফাঁদ ভেঙে ডান প্রান্ত দিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন বেলজিয়ামের এই ফরোয়ার্ড। দূরহ কোণ থেকে ডান পায়ের শটে গোলরক্ষক আলিসনকে পরাস্ত করেন তিনি।
দ্বিতীয়ার্ধের শুরুতে রবের্তো ফিরমিনোর শট গোললাইন থেকে ফেরান কালিদু কলিবালি। ৬৫তম মিনিটে সমতাসূচক গোলের দেখা পায় স্বাগতিকরা। জেমস মিলনারের কর্নার কিক থেকে হেডে লক্ষ্যভেদ করেন ক্রোয়েশিয়ার ডিফেন্ডার লোভরেন। বাকিটা সময়ে নাপোলির রক্ষণে একের পর এক আক্রমণ করেও জয়সূচক গোল আদায় করতে পারেনি লিভারপুল।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে সালসবুর্কের মাঠে ড্র করলেই শেষ ষোলোয় পৌঁছে যাবে ‘অল রেডস’ নামে পরিচিত দলটি। অবশ্য নাপোলি হেঙ্কের বিপক্ষে হেরে গেলে নিজেরা হেরেও নকআউট পর্বে পা রাখতে পারবে লিভারপুল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ