নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা নেপালের কাঠমান্ডু ও পোখরা শহরে অনুষ্ঠিতব্য ১৩তম সাউথ এশিয়ান (এসএ) গেমসে বাংলাদেশ দলের অংশগ্রহনের সার্বিক প্রস্তুতি ও সম্ভাবনার বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে আগামী ১ থেকে ১০ এপ্রিল পর্যন্ত ঢাকায় অনুষ্ঠেয় বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস আয়োজনের পরিকল্পনার বিষয়েও প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানান বিওএ সভাপতি ও মহাসচিব। এ সময় ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন নেপাল এসএ গেমসে বাংলাদেশ দলের সফলতা কামনা করেন এবং বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস সফলভাবে আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।