Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুরুষ ভলিবল দলের লড়াকু জয়

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৯, ১২:৪৮ এএম

নেপাল সাউথ এশিয়ান (এসএ) গেমস ভলিবলের উদ্বোধনী দিন বুধবার বাংলাদেশের নারীরা শোচনীয় হার মেনে নিলেও হতাশ করেনি পুরষ দল। এদিন বিকেলে বাংলাদেশ নারী দল ৩-০ সেটে স্বাগতিক নেপালের কাছে হারলেও রাতে পুরুষরা লড়াই করে জিতেছে নেপালীদের বিপেক্ষে। ফলে ভলিবল ডিসিপ্লিনে সম্ভাব্য স্বর্ণপ্রত্যাশী বাংলাদেশ পুরুষ দলের যাত্রটা ভালোই হয়েছে।

ম্যাচের প্রথম সেটে নেপাল পুরুষ দল ২৫-২১ পয়েন্টে বাংলাদেশকে হারালেও পরের সেটেই পিছিয়ে পড়ে। দ্বিতীয় সেটে বাংলাদেশ ২৫-২৩ পয়েন্টে জিতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায়। তৃতীয় সেটে নেপাল ফের ২৫-১৮ পয়েন্টে জয় পায়। তবে

তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর চতুর্থ সেটে বাংলাদেশ ২৬-২৪ পয়েন্টে জিতে ম্যাচকে নিয়ে যায় পঞ্চম সেটে। সেখানেও তুমুল প্রতিদ্বন্দ্বিতা। পঞ্চম সেটে বাংলাদেশ ১৫-১২ পয়েন্টে নেপালকে হারিয়ে ৩-২ সেটে ম্যাচ জিতে নেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ