বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
পাবনা জেলা সংবাদদাতা : গত মঙ্গলবার বিকালে র্যাব-১২, সিপিসি-২, পাবনার উপ-পরিচালক শেখ মনিরুজ্জামান, পিএএম কোম্পানি কমান্ডার, পাবনা র্যাব ক্যাম্পের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোলেমান আলী, পাবনা-এর উপস্থিতিতে র্যাব সদস্যরা পাবনা জেলার সুজানগর থানাধীন নাজিরগঞ্জ ইউনিয়নে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ২০১০-এর ১৫ ধারা দোষী সাব্যস্ত করে ১৪ জনকে বিভিন্ন মেয়াদের কারাদ- প্রদান ও জরিমানা করা হয়। এদের মধ্যে ৮ জনকে একবছর এবং ৩ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। এক বছরের দ-প্রাপ্তরা হলেন, বিল্লাল হোসেন (২৯), মো. রাসু (২৪), মো. হারুন (৫০), মো. সুজন (২৪), মো. সবুজ মিয়া (৫৫), ইব্রাহীম (২৩), আ. রহিম (৫০), মো. আলী (২৫) এবং ৬ মাসের কারাদ-প্রাপ্তরা হলো- রফিকুল ইসলাম (৩৫), মো. নুরুজ্জামান (৩০), মো. জহুরুল ইসলাম (২৬)। অপর ৩ জন মো. ইসহাক মাঝি (৫২), মো. আজিজ ম-ল (৫৮), মো. আবুল ম-ল (৪৮), পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও কারাদ- প্রদান করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।