Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘বসন্ত আসতে দাও’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

ফিরে আসার বার্তা দিলেন মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীসের স্ত্রী অমৃতা। গত মঙ্গলবার তিনি টুইটে লিখেন, ‘মৌসুম বদলাতে দাও। বসন্তকে আসতে দাও। আমি নতুন সৌরভ নিয়ে ফিরব।’ স্বামী দেবেন্দ্রের দ্বিতীয় বারের ৮০ ঘণ্টার মুখ্যমন্ত্রিত্বে ইস্তফা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই স্ত্রী অমৃতা ওই কথা বলে টুইট করেন।

তার টুইটে একটি উর্দু শায়েরি উদ্ধৃত করেছেন অমৃতা। তিনি লিখেছেন, ‘পলত মে আউঙ্গি শাখোঁ পে খুশবুয়ে লেকর, খিজা কি জাদ মে হুঁ, মৌসুম জারা বাদল নে দে’। বাংলায় এর অর্থ হচ্ছে আমি নতুন সৌরভ নিয়ে ফিরে আসব। শুধু মৌসুম বদলাতে দাও। বসন্ত আসতে দাও।
অমৃতা মঙ্গলবার রাতে তার টুইটার হ্যান্ডল থেকেই এই টুইট করেছেন। এনসিপি নেতা অজিত পওয়র তার নতুন সরকারের উপমুখ্যমন্ত্রী পদ নিতে অস্বীকার করার প্রেক্ষিতে কয়েক ঘণ্টা আগেই দ্বিতীয় বারের মুখ্যমন্ত্রিত্বে ইস্তফা দিয়েছেন দেবেন্দ্র ফডনবীস।
মহারাষ্ট্রের মানুষের জন্য তাই অমৃতার টুইটে ছিল বিদায়ী বার্তাও। লিখেছেন, ‘পাঁচ বছরের জন্য বাহিনী (সরকার) চালানোর অধিকার দেওয়ার জন্য মহারাষ্ট্রের মানুষকে ধন্যবাদ। আপনারা আমার প্রতি যে ভালবাসা দেখিয়েছেন, তা আমি চিরদিন মনে রাখব। আপনাদের সেবা করার জন্য আমি যতটা সম্ভব চেষ্টা করেছি।’ সূত্র : আনন্দবাজার পত্রিকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ