মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্বকাপের পর দীর্ঘদিন মাঠের বাইরে ভারতের জাতীয় দলের উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনি। মাঝে সেনাবাহিনীর পোশাকে দায়িত্ব পালন করেছেন কাশ্মীরে।
বর্তমানে তিনি কোনো কিছুতে না থাকলেও কবে জাতীয় দলে ফিরবেন? আদৌ ফিরবেন কি না- সে সম্পর্কে কিছুই জানা যাচ্ছে না। ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের বিপক্ষে সিরিজগুলোতে ধোনি নিজেকে সরিয়ে রেখেছেন দল থেকে।
তবে ক্রিকেট থেকে দূরে থাকলেও ধোনি নিজেকে ব্যস্ত রেখেছেন পরিবারের সঙ্গে। ক্রিকেটীয় অবসরের মুহ‚র্তে পরিবারকে অনেক বেশি সময় দিচ্ছেন তিনি। স্ত্রী সাক্ষী এবং কন্যার সঙ্গেই সবচেয়ে বেশি দেখা যাচ্ছে তাকে। শুধু তাই নয়, নিজেকে একজন আদর্শবান স্বামী হিসেবেও প্রতিষ্ঠা করতে চান বলে জানান সাবেক এই অধিনায়ক।
চেন্নাইতে মাত্রিমোনিয়াল ওয়েবসাইট ভারত মাত্রিমনির এক ইভেন্টে অংশগ্রহণ শেষে মিডিয়ার সামনে নিজের বিয়ে এবং পরিবার নিয়ে কথা বলেন ধোনি। সেখানেই তিনি বলেন, ‘বিয়ের আগে সবাই নিজেকে সিংহই ভাবে। বিয়ের পরিপূর্ণ নির্যাস তখনই আপনি পাবেন, যখন আপনার বয়স ৫৫ পার হবে। আমি আমার স্ত্রীর সব চাওয়াই পূর্ণ করার চেষ্টা করি। কারণ, আমি জানি সে যদি খুশি থাকে, তাহলে আমিও খুশি।’
ধোনি বলেন, ‘আমি একজন আদর্শ স্বামীর মতই। আমার স্ত্রীকে সব কিছুই নিজের ইচ্ছামত করতে দেই। এ কারণেই সে যদি সুখি হয়, তাহলে আমিও সুখি। আমার স্ত্রী তখনই খুশি হয়, যখন তার সব কাজে আমি হ্যাঁ বলি, এবং সে যা বলে আমি তা শুনি।’
বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নেয় ভারত। ওই ম্যাচেই সর্বশেষ খেলেছিলেন ধোনি। এরপর দুই মাসের বিশ্রাম নেয়ার কথা বলে খেলা থেকে সরে দাঁড়ান তিনি। ২০১০ সালে সাক্ষী সিং রাওয়াতকে বিয়ে করেন মহেন্দ্র সিং ধোনি। জিভা ধোনি নামে তাদের বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। সূত্র : এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।