Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জার্মানির জাদুঘর থেকে চুরি অম‚ল্য হীরের সেট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে শিল্প-তস্করির এটাই কি সর্ববৃহৎ নিদর্শন? জার্মানির ড্রেসডেন শহরের জাদুঘর থেকে চুরি গেল তিনটি অম‚ল্য হিরের সেট। ড্রেসডেন রয়্যাল প্যালেসের গ্রিন ভল্ট থেকে চুরিটি হয়েছে। অনেকেই বলছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এমন বহুম‚ল্য শিল্পসামগ্রী চুরির নজির নেই।

চুরির পরিকল্পনা ছিল নিখুঁত। স্থানীয় সময় সোমবার ভোররাতে জাদুঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাতে অ্যালার্ম হয়ে পড়ে বিকল। জাদুঘরের ডিরেক্টর ম্যারিয়ন একারমান বলেছেন, ‘চুরি যাওয়া সামগ্রীর ম‚ল্য নির্ধারণ সম্ভব নয়। সেগুলি অম‚ল্য।’

পুলিশের বক্তব্য, জাদুঘরের কাছে বিদ্যুতের একটি প্যানেলে আগুন লাগে। তাতে জাদুঘরের আলো তো বটেই, রাস্তার আলোও নিভে যায়। অ্যালার্ম বিকল হয়ে পড়ে। তখনই কাজ সারে চোরেরা। পুলিশের প্রাথমিক ধারণা, আগুন লাগানো হয়েছে পরিকল্পনা করেই। জাদুঘরের পাঁচিল টপকে, জানলার কাচ ভেঙে নিপুণ দক্ষতায় চোরেরা শো-কেসের কাছে যায়। সেটি ভেঙে হাতিয়ে নেয় হিরের সেট। গ্রিন ভল্টের ডিরেক্টর ডার্ক সিনড্র্যাম জানান, যে তিনটি চুরি গিয়েছে, সেটি ১০টি সেটের একটি কালেকশনের অংশ। স‚ত্র : টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ