Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিলিতে বিক্ষোভ চলাকালে ‘গুরুতর’ মানবাধিকার লঙ্ঘন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

চিলিতে কয়েক সপ্তাহ ধরে সহিংস বিক্ষোভ চলাকালে দেশটির পুলিশ ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘন’ করেছে। এসব সহিংসতায় ২৫ জন প্রাণ হারিয়েছে বলে দাবি করা হয়। দেশটির পুলিশ বাহিনীর সংস্কারের আহ্বান জানিয়ে মঙ্গলবার দেয়া এক প্রতিবেদনে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এসব কথা জানায়।

এইচআরডব্লিউ জানায়, পুলিশ বিক্ষোভ চলাকালে ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘন’ করেছে। তাদের মানবাধিকার লঙ্ঘনম‚লক কর্মকান্ডের মধ্যে রয়েছে রাজপথে অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং আটকাবস্থায় অমানবিক নির্যাতন। এক সংবাদ সম্মেরনে এইচআরডব্লিউ’র আমেরিকা বিষয়ক পরিচালক জোসে মিগুয়েল বিভানকো বলেন, নিউইয়র্ক ভিত্তিক এ মানবাধিকার গ্রুপ পুলিশের ক্ষমতার অপব্যবহারের অনেক তথ্য পেয়েছে।

বিভানকো বলেন, ‘আমরা মনেকরি এসব ক্ষমতার অপব্যবহার কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। পরিকল্পিতভাবেই এসব ঘটনা ঘটানো হয়েছে।’

এক বিবৃতিতে এ রাইটস গ্রুপ জানায়, তারা মঙ্গলবার সান্তিয়াগোতে প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরার সঙ্গে সাক্ষাত করে পুলিশের ক্ষমতার অপব্যবহার বন্ধে সহযোগিতায় এ বাহিনীর অনেক সংস্কারের সুপারিশ করেছে। স‚ত্র : এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ